shono
Advertisement

ভাঙল মালিঙ্গার রেকর্ড, টি-২০-তে শ্রীলঙ্কার সর্বোচ্চ উইকেটশিকারি কে?

দারুণ পারফরম্যান্স করে শীর্ষে ওয়ানিন্দু হাসরাঙ্গা।
Posted: 10:53 AM Feb 20, 2024Updated: 02:23 PM Feb 20, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আফগানিস্তানের (Afghanistan) বিরুদ্ধে টি-২০ সিরিজ জেতার সঙ্গে বিরল রেকর্ড গড়ে ফেললেন ওয়ানিন্দু হাসারাঙ্গা (Wanindu Hasaranga)। দ্বিতীয় ম্যাচে ১৯ রানে ২ উইকেট নেন এই লেগ স্পিনার। আর তাতেই লাসিথ মালিঙ্গাকে (Lasith Malinga) টপকে গেলেন হাসারাঙ্গা। প্রাক্তন জোরে বোলার মালিঙ্গাকে পিছনে ফেলে টি-২০ ফরম্যাটে শ্রীলঙ্কার (Sri Lanka) সর্বোচ্চ উইকেটশিকারি হয়ে গেলেন হাসারাঙ্গা।

Advertisement

৬৩টি ম্যাচে ১০০টি উইকেট নিলেন হাসারাঙ্গা। অন্যদিকে মালিঙ্গা তাঁর ৭৬তম টি-২০ ম্যাচে ১০০ উইকেটের মালিক হয়েছিলেন। এদিকে এই তালিকার শীর্ষে রয়েছেন রশিদ খান। আফগানিস্তানের লেগ স্পিনার ৫৩টি ম্যাচে ১০০টি উইকেট নেওয়ার নজির গড়েছিলেন।

[আরও পড়ুন: ‘বিন্দুমাত্র ঝুঁকি নিতে রাজি নই!’, কেন মজার মন্তব্য করলেন মায়াঙ্ক?]

দাপটের সঙ্গে শ্রীলঙ্কার শীর্ষে ওয়ানিন্দু হাসরাঙ্গা। ফাইল চিত্র

এখনও পর্যন্ত এই ফরম্যাটে ১১জন বোলার ১০০টি উইকেট নিয়েছেন। ১২২টি টি-২০ ম্যাচে সবচেয়ে বেশি ১৫৭টি উইকেট নিয়েছেন নিউজিল্যান্ডের টিম সাউদি। ১১৭টি ম্যাচে ১৪০টি উইকেট নিয়ে দুই নম্বরে রয়েছেন শাকিব আল হাসান। এদিকে ১০৯টি ম্যাচে ১৩২টি উইকেট নিয়ে তিন নম্বরে রয়েছেন আর এক কিউই স্পিনার ইস সোধি।

[আরও পড়ুন: ‘বিরাটকে নিয়ে খারাপ কথা বলিনি!’ কার উপর বেজায় চটলেন হর্ষ ভোগলে?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement