সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সুর নয়ের দশকের, ভাষা হালফিলের৷ আর মাইকের পিছনে এক মায়েস্ট্রো৷ এতেই তোলপাড় নেট দুনিয়া৷ সৌজন্যে এ আর রহমানের বিখ্যাত ‘উর্বশী উর্বশী’ গানের নতুন ভারসন৷ যেখানে মিলেমিশে একাকার হয়ে গিয়েছে আমেরিকার সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নোট বাতিলের সিদ্ধান্ত পর্যন্ত৷ রহম্যানিয়ার এই নয়া ‘টেক ইজ ইজি পলিসি’ আপনারও পছন্দ হবে৷ তা আপনি ভাষা বুঝুন আর না বুঝুন৷
নিজের সুর করা গানটি নতুন করে যখন বানাবেন বলে ঠিক করেছিলেন, নিজের ফ্যানেদের কাছেই এর লিরিক জানতে চেয়েছিলেন অস্কারজয়ী সংগীত শিল্পী৷ হাজার হাজার কমেন্ট পড়ে তাতে৷ সবচেয়ে বেশি মানুষ ডোনাল্ড ট্রাম্প ও নোট বাতিলের সিদ্ধান্তের কথাই লিখেছেন৷ সেই কারণেই এই বিষয় গানের সুরে তুলে এনেছেন মায়েস্ট্রো৷ যাতে বলা হয়েছে, ৫০০ টাকার নোট যদি বাতিলও হয়ে যায় কিংবা ডোনাল্ড ট্রাম্প যদি প্রেসিডেন্টও হয়ে যায়৷ ব্যস ‘টেক ইজ ইজি পলিসি’৷
আরও পড়ুন –
ফটোশুটে টপলেস হলেন এই বলি অভিনেত্রী
নোনা জলে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের এই জয়গাথা মিস করবেন না
The post গান বেঁধে ট্রাম্পকে বিঁধলেন রহমান, উঠে এল নোট বাতিলের গাথাও appeared first on Sangbad Pratidin.