shono
Advertisement

Breaking News

প্রত্যাবর্তনেই নজর কাড়লেন পাণ্ডিয়া, ভাইরাল ‘উড়ন্ত’ক্যাচের ভিডিও

বল হাতেও নজর কাড়লেন হার্দিক। The post প্রত্যাবর্তনেই নজর কাড়লেন পাণ্ডিয়া, ভাইরাল ‘উড়ন্ত’ ক্যাচের ভিডিও appeared first on Sangbad Pratidin.
Posted: 01:57 PM Jan 28, 2019Updated: 01:59 PM Jan 28, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন গতবছর অক্টোবর মাসে। তারপর গত চার মাস তাঁর জীবন কেটেছে দুঃস্বপ্নের মতো। প্রথমে চোটের জন্য দীর্ঘদিন জাতীয় দল থেকে বাইরে থাকতে হয়েছে। তারপর চোট সারিয়ে জাতীয় দলে ফিরলেও, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টে জায়গা হয়নি প্রথম একাদশে। তারপরই তো শুরু যাবতীয় বিতর্ক। চারমাসের এই অভিশপ্ত সময়ের পর জাতীয় দলের জার্সি গায়ে প্রত্যাবর্তনেই নজর কাড়লেন হার্দিক পাণ্ডিয়া।

Advertisement

[বর্ণবিদ্বেষী মন্তব্যের জের, সরফরাজকে কঠিন শাস্তি দিল ICC]

‘কফি উইথ করণ’ -এ সেই বিতর্কিত মন্তব্যের পর প্রায় ২ সপ্তাহ কেটে গিয়েছে। হার্দিক পাণ্ডিয়ার জীবন দুঃসহ থেকে দুঃসহতর হয়েছে। একের পর এক চুক্তি বাতিল, নেটদুনিয়ায় কটাক্ষ। একটা সময় পরিস্থিতি এমনই তৈরি হয়েছিল যে নিজেকে ঘরে বন্দি করে ফেলেছিলেন জাতীয় দলের অল রাউন্ডার। অবশেষে সেই দুঃস্বপ্নের ঘোর কেটেছে। সাসপেনশন তুলে নিয়েছে বিসিসিআই। অনুমতি পাওয়ামাত্রই নিউজিল্যান্ডে উড়ে গিয়েছেন হার্দিক। ভারতীয় দল এবং অধিনায়ক বিরাট কোহলিও হয়তো তাঁকে মিস করছিলেন। তাই পাণ্ডিয়া ফিরতেই তাঁকে সরাসরি প্রথম একাদশে ঢুকিয়ে দেয় টিম ম্যানেজমেন্ট।

[শচীনের দীর্ঘদিনের রেকর্ড ভাঙল নেপালের এই তরুণ ব্যাটসম্যান]

কেন তাঁকে এত তড়িঘড়ি প্রথম একাদশে ঢোকানো হল, তাও তিনি বুঝিয়ে দিলেন নিজের পারফর্ম্যান্সেই। বোলিং হোক বা ফিল্ডিং, হার্দিক বুঝিয়ে দিলেন অল-রাউন্ডার হিসেবে তিনিই ভারতের সেরা। ম্যাচের ১৬ ওভার গড়িয়ে গিয়েছে। মোটামুটি সেট হয়ে গিয়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক তথা দলের অন্যতম সেরা ব্যাটসম্যান কেন উইলিয়ামসন। চাহালের বলে দুর্দান্ত ক্ষীপ্রতার সঙ্গে ঝাঁপিয়ে পড়ে যে ক্যাচটি নিয়ে তাঁকে আউট করলেন হার্দিক তা এক কথায় অনবদ্য। সাম্প্রতিক অতীতে এত ভাল ক্যাচ ক্রিকেট মাঠে কমই দেখা গিয়েছে বলে মত বিশেষজ্ঞদের। অনেকটা বাজপাখির মতোই ক্ষীপ্রতা দেখালেন হার্দিক। শুধু এই ক্যাচ নয়, বল হাতেও এদিন নজর কাড়লেন টিম ইন্ডিয়ার অল রাউন্ডার। ১০ ওভারে মাত্র ৪৫ রান দিয়ে দুটি উইকেট দখল করেন তিনি। তাঁর এই স্পেলের জেরেই মাত্র ২৪৩ রানে গুটিয়ে গিয়েছে কিউয়িরা। আর ভারতের জন্য সুগম হয়েছে জয়ের রাস্তা।

 

The post প্রত্যাবর্তনেই নজর কাড়লেন পাণ্ডিয়া, ভাইরাল ‘উড়ন্ত’ ক্যাচের ভিডিও appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement