সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টি-টোয়েন্টি বলা ভাল, আইপিএলে তিনিই অন্যতম সেরা ব্যাটসম্যান। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে সবথেকে বেশি রান তাঁরই। শ্রীলঙ্কায় কুড়ি-কুড়ির ক্রিকেটে তেমন অবশ্য ফর্মে নেই সুরেশ রায়না। বাংলাদেশের বিরুদ্ধে সহজ জয়ের পর হোটেলে টিমমেটদের চমকে দিলেন। রায়নার কণ্ঠে কিশোর কুমারের এক কালজয়ী গান শুনে জয়ের সেলিব্রেশন আরও জোরদার হল রোহিত, ধাওয়ানদের।
[শ্রীলঙ্কার বিরুদ্ধে ঐতিহাসিক জয় বাংলাদেশের, মাঠ মাতাল মুশফিকুরের ‘নাগিন ডান্স’]
গানের গলা তাঁর যে মন্দ নয়, একথা টিমমেটরা জানেন। বছর তিনেক আগে হিন্দি ছবি ‘মিরুথিয়া গ্যাংস্টার’-এ রায়না ‘তু মিলি সব মিলা’ নামে একটি হিন্দি গানও গেয়েছিলেন। তবে সতীর্থদের সামনে সেভাবে তাঁকে গাইতে দেখা যায়নি। প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে হারলেও, পরের ম্যাচে বাংলাদেশকে উড়িয়ে দেন ধাওয়ানরা। দারুণ জয়ের পর খোশমেজাজে ছিলেন টিম ইন্ডিয়ার ক্রিকেটাররা। কলম্বোর এক হোটেলে চলছিল খাওয়া-দাওয়া। এমন সময় গান ধরেন সুরেশ রায়না। পাশে পেয়ে যান হোটেলের দুজন মিউজিশিয়ানকে। ১৯৭১ সালে রাহুল দেব বর্মণের সুরে ‘কটি পতঙ্গ’ ছবির ‘ইয়ে শাম মস্তানি’ গাইতে শুরু করেন এই বাঁ হাতি ব্যাটসম্যান। তাঁর গানের সঙ্গে গলা মেলাতে থাকেন কার্তিক, ধাওয়ানরা। ভারতীয় ক্রিকেটারদের এমন মেজাজে দেখতে পেয়ে অবাক হয়ে যান হোটেলে আসা অন্যান্য অতিথিরা। রাজেশ খান্নার লিপের কালজয়ী গানে বুঁদ হয়ে যান অন্যরাও। বিসিসিআইয়ের টুইটার অ্যাকাউন্টে সেই সুরেলা মুহূর্ত আপলোড করা হয়। রায়নাকে এভাবে দেখে খুশি ক্রিকেটপ্রেমীরা। অনেকেই তা রিটুইট করেন। ভারতীয় ক্রিকেটারের উদ্দেশে নানা প্রশংসাসূচক মন্তব্য করেন অনেকে।
[স্ত্রীর অভিযোগের কোনও ব্যাখ্যা নয়, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চান শামি]
গানে মাতিয়ে দিলেও চলতি টি-টোয়েন্টি সিরিজে সেভাবে ফর্মে নেই রায়না। প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে মাত্র ১ রানে আউট হন। বাংলাদেশ ম্যাচে তাঁর সংগ্রহ ২৮ রান। রায়নার এই মেজাজ যাতে পরবর্তী ম্যাচে দেখা যায় তার অপেক্ষায় রয়েছেন ভারতীয় ফ্যানরা।
[স্ত্রীর অভিযোগের কোনও ব্যাখ্যা নয়, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চান শামি]
The post বাইশ গজের বাইরে রায়নাকে এই ভূমিকায় কখনও দেখেছেন? appeared first on Sangbad Pratidin.