shono
Advertisement

দেবকে পিস্তলের নিশানা, বিপাকে নুসরত!

মাসখানেক আগেই দেবের কাছে থাপ্পড় খেয়েছিলেন তিনি! তার প্রতিশোধ নিতেই কি এবার দেবকে পিস্তলের নিশানায় রাখলেন নুসরত জাহান? The post দেবকে পিস্তলের নিশানা, বিপাকে নুসরত! appeared first on Sangbad Pratidin.
Posted: 08:12 PM Sep 17, 2016Updated: 02:42 PM Sep 17, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাসখানেক আগেই দেবের কাছে থাপ্পড় খেয়েছিলেন তিনি! তার প্রতিশোধ নিতেই কি এবার দেবকে পিস্তলের নিশানায় রাখলেন নুসরত জাহান?

Advertisement


বলে রাখা ভাল, দেব-নুসরতের এই মান-অভিমান সবই রুপোলি পর্দার জন্য। নুসরতের গালে দেবের হাতের ছাপ বসেছিল রাজীব কুমার বিশ্বাসের ছবি ‘লাভ এক্সপ্রেস’-এর সৌজন্যে। আর, এবার সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায় দেবের দিকে পিস্তল ওঠালেন নুসরত!


অবশ্য তাতে দোষ নেই! ‘জুলফিকর’ ছবির রানি তলাপাত্র ওরফে নুসরতের চরিত্রটি তো এই স্বার্থ আর প্রেমের যুগলবন্দিতেই গড়া! যার প্রেমে অন্ধ মার্কাজ আলি ওরফে দেব।


যাই হোক, ‘জুলফিকর’-এর নতুন মুক্তিপ্রাপ্ত গান ‘কাটাকুটি খেলা’ কিন্তু আপাতদৃষ্টিতে তাঁদের প্রেমের কথাই বলছে। সবার চোখে ধুলো দিয়ে নিভৃতি খুঁজে নিয়েছেন দেব, নুসরত। চলছে তাঁদের খুনসুটি। যে খুনসুটিতে দেবের দিকে পিস্তল তাক করে শেষ পর্যন্ত বিপাকে পড়েছেন নুসরতই!


তাঁদের এই বৃত্তান্তকে সুরের চাদরে মুড়েছেন অনুপম রায়। আর নায়ক, নায়িকার হয়ে গানে কণ্ঠ দিয়েছেন শান আর শ্রেয়া ঘোষাল।


নিচের ভিডিওয় ক্লিক করে দেখে নিন দেব, নুসরতের সেই প্রাণের খেলা!

The post দেবকে পিস্তলের নিশানা, বিপাকে নুসরত! appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement