shono
Advertisement

হ্যান্ডপাম্প থেকে জলের সঙ্গেই বেরচ্ছে আগুন! ভাইরাল ভিডিও ঘিরে চাঞ্চল্য

কী করে ঘটল এমন আশ্চর্য ঘটনা?
Posted: 07:15 PM Aug 26, 2022Updated: 07:15 PM Aug 26, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জল আর আগুন-এই দু’টি পদার্থকে একসঙ্গে রাখার কথা ভাবাই যায় না। বরং আগুন নেভাতে হলেই জলের দরকার পড়ে। কিন্তু সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, হ্যান্ডপাম্পের মধ্যে থেকে হুড়হুড় করে জল বেরিয়ে আসছে। তারপরেই সকলকে হতবাক করে দিয়ে আগুন বেরিয়ে আসছে ওই একই কল থেকে। জলের বেগ যত বাড়ছে, আগুনের তীব্রতাও পাল্লা দিয়ে বেড়ে চলেছে। জলের কল থেকেই একসঙ্গে বেরিয়ে আসছে আগুন আর জল! শুনলে একেবারেই বিশ্বাস হয় না। কিন্তু এই ঘটনার ভিডিও দেখে নেটিজেনদের চোখ কপালে উঠেছে।

Advertisement

ভিডিওটিতে দেখা যাচ্ছে, ভাঙা অবস্থায় পড়ে রয়েছে একটি হ্যান্ড পাম্প। মাঝে মাঝেই সেখান থেকে জল বেরিয়ে আসছে আর একইসঙ্গে গলগল করে আগুন বেরোচ্ছে। শুধু তাই নয়, যখন বেশি করে জল বেরোচ্ছে, তখন আগুনও অনেক বেশি করে বেরোচ্ছে। মধ্যপ্রদেশের (Madhya Pradesh) ছত্তরপুর গ্রামের এই ঘটনাই ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়। প্রকাশ হওয়ার মাত্র ২৪ ঘন্টার মধ্যেই প্রায় এগারো হাজার মানুষ এই ভিডিওটি দেখে ফেলেছেন।

[আরও পড়ুন: শেষকৃত্যের সময় হঠাৎই ‘বেঁচে’ উঠল তিন বছরের ‘মৃত’ শিশু, অবাক বাবা-মা]

আপাতদৃষ্টিতে যে ঘটনা অসম্ভব, তাই সত্যি হচ্ছে কি করে? ওই পাম্পটি খারাপ হয়ে গিয়েছিল বলে সারানোর চেষ্টা করা হচ্ছিল। সেই সময়েই জলের সঙ্গে আগুন বেরনোর ঘটনা ঘটে। স্থানীয়রা প্রাথমিকভাবে মনে করেছিল, হয়তো জলের বদলে পেট্রল বেরোচ্ছে হ্যান্ডপাম্প থেকে। তাই আগুন ধরে যাচ্ছে। কিন্তু পরে তাঁরা বুঝতে পারেন, আসলে জলই বেরোচ্ছে পাম্প থেকে। গোটা ঘটনায় আতঙ্কিত হয়ে পড়ে পাম্পটিকে ভাঙা অবস্থাতেই রেখে দেন তাঁরা। দূর থেকে গোটা ঘটনার ভিডিও করেন তাঁরা।

এই ঘটনার ভিডিও দেখে নড়েচড়ে বসেছে স্থানীয় প্রশাসন। এই ঘটনা খতিয়ে দেখা হবে বলেও জানানো হয়েছে। তবে জলের সঙ্গে আগুন বেরনোর ঘটনা এই প্রথম নয়। আগেও চিনের একটি গ্রামে একই ঘটনা ঘটেছিল। কল খুলে লাইটার জ্বালিয়ে দিলেই আগুন ধরে যাচ্ছিল জলের মধ্যে। পরে অবশ্য জানা যায়, কোনওভাবে জলের সঙ্গে সামান্য পরিমাণে প্রাকৃতিক গ্যাস মিশে গিয়েছিল। মধ্যপ্রদেশের ঘটনাও একই কারণে ঘটতে পারে বলেই অনুমান।

[আরও পড়ুন:প্যান্টের ভিতরেই লুকোনো বিরল প্রজাতির ৬০টি সাপ-টিকটিকি, পাচারকারীর কাণ্ডে থ পুলিশ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup অলিম্পিক`২৪ toolbarvideo শোনো toolbarshorts রোববার