সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাহুল গান্ধীর ছেড়ে আসা ওয়ানড় কেন্দ্র থেকে প্রিয়াঙ্কা গান্ধীর প্রার্থীপদকে সমর্থন করলেও তাঁকে ফাঁকা মাঠ নয়। কংগ্রেসের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে প্রার্থী দেবে ইন্ডিয়া জোটেরই শরিক সিপিআই। মঙ্গলবার দলের সিদ্ধান্ত জানিয়ে দিলেন সিপিআইয়ের (CPI) রাজ্য সম্পাদক বিনয় বিশ্বম।
সোমবারই রাহুল গান্ধী জানিয়ে দিয়েছেন, রায়বরেলির (Rae Bareli) সাংসদ হিসাবে আগামী দিনে কাজ করবেন তিনি। ওয়ানড় থেকে পদত্যাগ করবেন। তাঁর ছেড়ে আসা ওই আসনে প্রার্থী হবেন বোন প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কা রাজনীতির সঙ্গে যুক্ত বহুদিন ধরেই। কিন্তু ভোটে লড়াইয়ে সোনিয়াকন্যার আগমন নিয়ে দীর্ঘ সময় ধরে জল্পনা-কল্পনা চলেছে। বিশেষত বড় কোনও নির্বাচনের মুখে ভেসে ওঠে তাঁর নাম। এতদিন দলীয় অভ্যন্তরীণ বৈঠক, প্রচারে সক্রিয় থাকলেও সরাসরি ভোটের লড়াইয়ে প্রিয়াঙ্কা (Priyanka Gandhi) এই প্রথম।
[আরও পড়ুন: লোকসভার ধাক্কা থেকে শিক্ষা! চার রাজ্যের বিধানসভায় সেরা ‘সেনাপতি’দের নামাচ্ছেন মোদি-শাহরা]
প্রিয়াঙ্কার প্রার্থী হওয়ার সিদ্ধান্তকে প্রথমে স্বাগতই জানিয়েছিলেন ওয়ানড়ে কংগ্রেসের মূল প্রতিপক্ষ সিপিআইয়ের নেত্রী অ্যানি রাজা। লোকসভায় অ্যানি রাজাই লড়েন রাহুল গান্ধীর বিরুদ্ধে। তিনি সোমবার বলেন, "প্রিয়াঙ্কা গান্ধীকে প্রার্থী করা কংগ্রেসের ভালো সিদ্ধান্ত। ভারতীয় রাজনীতিকে এগিয়ে নিয়ে যেতে হলে মহিলাদের এগিয়ে আসতে হবে।" অ্যানি রাজার কথায় মনে হয়েছিল, প্রিয়াঙ্কা যে জিতবেন, সেটা নিয়ে তিনি নিশ্চিত। এমনকী শোনা গিয়েছিল, সিপিআই প্রিয়াঙ্কার বিরুদ্ধে প্রার্থী নাও দিতে পারে।
[আরও পড়ুন: ‘যদি ০.০০১ শতাংশও গাফিলতি হয়, তাহলে…’, NEET মামলায় কড়া বার্তা শীর্ষ আদালতের]
কিন্তু কেরল সিপিআই মঙ্গলবার স্পষ্ট করে দিল, ওয়ানড়ের উপনির্বাচনে সিপিআই প্রার্থী দেবে। সিপিআই প্রার্থী না দিলে আখেরে লাভ বিজেপির। কেরল সিপিআইয়ের (CPI) রাজ্য সম্পাদক বিনয় বিশ্বম জানিয়েছেন, "আমরা এমন কিছু করব না যাতে বিজেপির সুবিধা হয়। ওয়ানড়ের উপনির্বাচনে অবশ্যই প্রার্থী দেবে সিপিআই।" অতএব, কংগ্রেস (Congress) এবং সিপিআই যতই জাতীয় স্তরে জোটসঙ্গী হোক, ওয়ানড়ে প্রিয়াঙ্কাকে ফাঁকা মাঠে গোল করতে দিতে নারাজ বামদলগুলি। তাছাড়া বিজেপিও ওই কেন্দ্রে প্রার্থী দেবে।