shono
Advertisement

বঙ্গের নির্বাচনী প্রচারে বিজেপির ৪০ তারকা প্রচারক, তালিকায় বাংলার কারা?

কোন কোন সেলিব্রিটি রয়েছেন তালিকায়?
Posted: 01:53 PM Mar 10, 2021Updated: 03:36 PM Mar 10, 2021

রূপায়ণ গঙ্গোপাধ্যায়: বঙ্গ ভোটের (WB Election) ঢাকে কাঠি পড়েছে। রাজ্যজুড়ে প্রচারে ‘অশ্বমেধ ঘোড়া’ ছোটাচ্ছে গেরুয়া (BJP) শিবির। সেই প্রচারের ঝাঁজ আরও বাড়াতে এবার ৪০ জন তারকা প্রচারককে মাঠে নামাচ্ছে বিজেপি। তবে গোটা প্রচার কর্মসূচির কেন্দ্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাৎপর্যপূর্ণভাবে তালিকায় রয়েছেন দলবদল করা শুভেন্দু অধিকারী, রাজীব বন্দ্যোপাধ্যায়রা। রূপোলি পরদার তারকাদের মধ্যে উল্লেখযোগ্য নাম মিঠুন চক্রর্তী।

Advertisement

৪০ জনের তালিকায় রয়েছেন প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী-সহ একাধিক কেন্দ্রীয় মন্ত্রীরা। তেমনই রয়েছেন রাজ্যস্তরের একাধিক নেতা। উল্লেখ্য, মহামারী আবহে যে সমস্ত নির্বাচন হচ্ছে তাতে স্বীকৃত রাজনৈতিক দলগুলি ৪০-এর বদলে ৩০ জন তারকা প্রচারক রাখতে পারবে বলে জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। কিন্তু বিজেপির তালিকায় ৪০ জন তারকা প্রচারক থাকায় প্রশ্ন উঠছে।

[আরও পড়ুন : দিলীপ ঘোষের ভোটে লড়ার জল্পনায় জল! বিজেপির টিকিট পেলেন অভিনেতা হিরণ]

গেরুয়া শিবির আগেই জানিয়েছিল, এ রাজ্য়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে প্রধান মুখ করে প্রচারে নামবে বিজেপি। সেই মতোই তালিকায় সবার উপরে নাম রয়েছে তাঁর। পাঁচ রাজ্যের মধ্যে বাংলায় সবচেয়ে বেশি সংখ্যক নির্বাচনী সভা-ব়্যালি করবেন প্রধানমন্ত্রী। তারকা প্রচারকদের নামের তালিকার রয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, অর্জুন মুণ্ডা, ধর্মেন্দ্র প্রধান, নীতীন গড়কড়ি, স্মৃতি ইরানিরা। রয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানরাও।

[আরও পড়ুন : অযথা বিজেপিকে আক্রমণ নয়, নির্বাচনী ইস্তেহারে শুধু উন্নয়নের কথাই রাখছে তৃণমূল]

কেন্দ্রীয় নেতাদের মধ্যে তারকা প্রচারকের তালিকায় জায়গা পেয়েছেন মুকুল রায়, কৈলাস বিজয়বর্গীয়, শিবপ্রকাশ, অরবিন্দ মেননরা। রাজ্যের নেতাদের মধ্যে রয়েছেন দিলীপ ঘোষ-সহ অন্যান্যরা। তালিকায় রয়েছেন বাংলার সাংসদ বাবুল সুপ্রিয়, ড. সুভাষ সরকার, লকেট চট্টোপাধ্যায়-সহ আরও অনেকে। তাৎপর্যপূর্ণভাবে তারকা প্রচারকের তালিকায় স্থান পেয়েছেন তৃণমূল ছেড়ে আসা শুভেন্দু অধিকারী, রাজীব বন্দ্যোপাধ্যায়রা। তবে সেলিব্রিটির সংখ্যা তুলনামূলক কম। প্রত্যাশামতোই রয়েছেন মিঠুন চক্রবর্তী। তিনি গুরুত্বপূর্ণ আসনগুলিতে প্রচারে যাবেন বলে খবর। ১২ তারিখ থেকে প্রচারে নামছেন তাঁরা। এছাড়াও রয়েছেন যশ দাসগুপ্ত, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, পায়েল সরকার, হিরণ চট্টোপাধ্যায়রা। রয়েছেন রূপা গঙ্গোপাধ্যায়, অমিতাভ চক্রবর্তীরা। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement