shono
Advertisement

Breaking News

নজর এবার উত্তরবঙ্গে, আগামী সপ্তাহে ফের রাজ্যে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ

শুক্রবারই দিল্লিতে গিয়ে কমিশনের দ্বারস্থ হচ্ছে তৃণমূল নেতৃত্ব।
Posted: 08:55 AM Mar 19, 2021Updated: 08:57 AM Mar 19, 2021

শুভঙ্কর বসু: ফের রাজ্যে আসছে কমিশনের ফুল বেঞ্চ। বৃহস্পতিবার রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিক  (CEO) দপ্তর সূত্রে এমন খবরই মিলেছে। অসম হয়ে আগামী ২৩ মার্চ বাংলায় আসছে মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরার নেতৃত্বাধীন ফুল বেঞ্চ। তবে দক্ষিণবঙ্গের পরিবর্তে ফুল বেঞ্চ এবার উত্তরবঙ্গ (North Bengal) সফর করবে বলে জানা যাচ্ছে। উত্তরবঙ্গের জেলা আধিকারিকদের সঙ্গে মুখোমুখি বৈঠক হওয়ার কথা রয়েছে ফুল বেঞ্চের সদস্যদের। পাশাপাশি দক্ষিণবঙ্গের জেলাগুলির প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে তাঁরা ভিডিও কনফারেন্সে বৈঠক করতে পারেন বলে খবর। চারদিন ধরে রাজ্যের ভোটচিত্র খুঁটিয়ে দেখে ২৮ তারিখ কমিশনের সদস্যদের দিল্লি ফিরে যাওয়ার কথা রয়েছে।

Advertisement

বাংলায় ভোট (WB Assembly election) ঘোষণার আগে এখানে পা রেখে রাজ্য প্রশাসনকে কড়া বার্তা দিয়ে গিয়েছিল দিল্লি নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কমিশন যে চিন্তিত, তা বুঝিয়ে দিয়ে গিয়েছিলেন মুখ্য নির্বাচনী আধিকারিক সুনীল অরোরা। তারপর অনেক জল গড়িয়েছে। নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের জখম হওয়ার ঘটনায় রীতিমতো সরগরম হয়ে উঠেছে রাজ্য রাজনীতি। এ নিয়ে তৃণমূল ও কমিশনের চিঠি-পালটা চিঠি চালাচালিতে পরিস্থিতি আরও গুরুত্বপূর্ণ মোড় নিয়েছে। এই পরিস্থিতিতে কমিশনের ফুল বেঞ্চের রাজ্যে আসাটা আরও তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

[আরও পড়ুন: সদ্য প্রকাশিত প্রার্থী তালিকা নিয়েও অসন্তোষ গেরুয়া শিবিরে, জেলায় জেলায় বিক্ষোভ

আগামী ২৭ মার্চ থেকে বঙ্গে শুরু ভোটগ্রহণ পর্ব। মোট আটদফায় এই পর্ব চলবে ২৯ এপ্রিল পর্যন্ত। মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তরের এক কর্তার কথায়, “শুধু এ রাজ্যে নয়। পশ্চিমবঙ্গ-সহ যে পাঁচটি রাজ্যে ভোট ঘোষণা হয়েছে সেই সবক’টি রাজ্যেই ভোট প্রস্তুতি খতিয়ে দেখতে ফুল বেঞ্চের যাওয়ার কথা। সার্বিক ভোট প্রস্তুতি খতিয়ে দেখতেই আবার রাজ্যে আসছে কমিশন।” কিন্তু রাজনৈতিক মহলের ব্যাখ্যা, রাজ্য পুলিশের ডিজি-সহ প্রশাসনের একাধিক শীর্ষ স্থানীয় আধিকারিকদের বদলি করা হলেও রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কমিশন এখনও পুরোপুরি আশ্বস্ত নয়। সে কারণেই আরও এক বিশেষ পুলিশ পর্যবেক্ষককে রাজ্যে নিয়োগ করা হয়েছে। এবার প্রশাসনিক আধিকারিকদের কড়া বার্তা দিতেই আরও একবার রাজ্য সফরে আসছে কমিশনের ফুল বেঞ্চ।

[আরও পড়ুন: আরও সাত আসনে প্রার্থী তালিকা প্রকাশ করল আইএসএফ, ভাঙড়ে প্রার্থী নওশাদ]

এদিকে, শুক্রবারই রাজ্যে সুষ্ঠু নির্বাচনের দাবিতে দিল্লিতে নির্বাচন কমিশনে যাচ্ছে তৃণমূলের এক প্রতিনিধিদল। সূত্রের খবর, প্রতিনিধিদলে থাকছেন সৌগত রায়, রাজ্যসভা সাংসদ, দলের নতুন ভাইস-প্রেসিডেন্ট যশবন্ত সিনহারা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার