সংবাদ প্রতিদিন ব্যুরো: বিধানসভা ভোটের (WB Assembly Election 2021) ময়দানে নেমে পড়েছেন তৃণমূলের তারকা প্রার্থীরা। ঘটা করে মনোনয়নপত্র জমা দিয়েছেন মেদিনীপুরের প্রার্থী জুন মালিয়া (June Malia)। প্রচারের কাজ শুরু করে দিয়েছেন বাঁকুড়ার প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় (Sayantika Banerjee)। অন্যদিকে আসানসোল দক্ষিণের রাস্তায় নেমে পড়েছেন সায়নী ঘোষ (Saayoni Ghosh)। কিন্তু বার্নপুরে সায়নীর সভায় ঘটল গন্ডগোল।
আসানসোল দক্ষিণে বেশ কয়েকদিন ধরেই প্রচার করছেন সায়নী ঘোষ। অভিযোগ, সায়নীর কর্মসূচিতে গন্ডগোল পাকানোর চেষ্টা করেছিলেন কিছু বিজেপি সমর্থক। বার্নপুরে ঘটনাটি ঘটে। সায়নী ঘোষের বিতর্কিত পোস্টে আঘাত পেয়েছেন হিন্দুরা। তাই তাঁকে বিবেকানন্দের মূর্তিতে মালা পরাতে দেওয়া হবে না বলে স্থানীয় বিজেপি কর্মীরা দাবি করেন। মূর্তির বাউন্ডারিতে তালা দিয়ে দেওয়া হয়। পুলিশ এসে তালা ভাঙলে বাকি কর্মসূচি সম্পন্ন হয়। স্থানীয় বিজেপির তরফে এরকম কোনও কর্মসূচির কথা অবশ্য স্বীকার করা হয়নি।
এদিকে মঙ্গলবারই ঢাকঢোল বাজিয়ে শোভাযাত্রা করে মনোনয়ন জমা দিতে যান জুন মালিয়া। নিজের জয়ের বিষয়ে বেশ আত্মবিশ্বাসী তারকা প্রার্থী। সঙ্গীদের সঙ্গে নিয়ে জানিয়ে দেন, “আমরা জিতছি।” তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পর ‘বহিরাগত’ কটাক্ষ শুনতে হয়েছিল জুনকে। এদিন সেই কটাক্ষের জবাব দেন তারকা প্রার্থী। জানিয়ে দেন তিনি মেদিনীপুরেরই মেয়ে। মহিষাদল রাজপরিবারে জন্মেছেন। শেষে অভিনেত্রী বলেন, “জো জিতা ওহি সিকন্দর।”
ভিডিও – সম্যক খান
প্রচারপর্ব সেরে বাঁকুড়ার তৃণমূল ভবনে সাংবাদিকদের মুখোমুখি হন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। পাশে ছিলেন দলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) আদর্শেই বাঁকুড়ার মানুষদের জন্য কাজ করতে চান বলে জানান অভিনেত্রী। “মার গুড় দিয়ে রুটি, চিনি দিয়ে চা, ফু দিয়ে খা” সংলাপও বলেন। তাতেই বিজেপিকে ‘পত্তন’ গোটানোর পরামর্শ দেন। ‘খেলা হবে’ স্লোগানও দেন অভিনেত্রী।