সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অসুস্থ অভিনেতা সোহম চক্রবর্তী (Soham Chakraborty)। শুক্রবার রাতে হাসপাতালে যেতে হয়েছিল তৃণমূল কংগ্রেসের তারকা প্রার্থীকে (TMC Candidate)। জানা গিয়েছে, অভিনেতার গায়ে জ্বর রয়েছে। আপাতত হাসপাতালেই রয়েছেন সোহম। তবে শারীরিক অবস্থা স্থিতিশীল। শুধুমাত্র কিছু পরীক্ষার জন্যই তিনি হাসপাতালে রয়েছেন বলে জানা গিয়েছে।
শিশু শিল্পী হিসেবে টলিউডে অভিনয় জীবন শুরু করেন সোহম। মাস্টার বিট্টু হিসেব জনপ্রিয় হয়েছিলেন তিনি। পরে নায়ক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। ২০১৪ সালে তৃণমূলে (TMC) যোগ দেন সোহম। তারপর থেকেই দলের সক্রিয় কর্মী হিসেবে কাজ করছেন। ২০১৬ সালে ভোটের ময়দানে পা রাখেন সোহম। সে বছর বড়জোড়া থেকে প্রার্থী করা হয়েছিল তাঁকে। তবে জিততে পারেননি অভিনেতা। অবশ্য তৃণমূল যুব কংগ্রেসের সহ-সভাপতির দায়িত্ব বেশ ভালভাবেই সামলেছেন তিনি।
[আরও পড়ুন: এবার তৃণমূলে যোগ ছোটপর্দার জনপ্রিয় তারকা নীল ও তৃণার]
এবার পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুর (Chandipur) কেন্দ্রের তৃণমূল প্রার্থী সোহম। তাঁর বিপক্ষে একদিকে রয়েছেন বিজপির (BJP Candidate) পুলককান্তি গুড়িয়া, অন্যদিকে সিপিএমের (CPM Candidate) আশিস গুছাইত। প্রার্থী হিসেবে নাম ঘোষণা হওয়ার পরই পূর্ব মেদিনীপুরে (Purba Medinipur) পৌঁছে গিয়েছিলেন সোহম। চণ্ডীপুরের দুয়ারে দুয়ারে প্রচার শুরু করে দিয়েছিলেন। বুধবারও প্রচারের ছবি টুইটারে শেয়ার করেছিলেন সোহম।
শোনা গিয়েছে, শুক্রবার রাতে তাঁর শরীর একটু বেশিই খারাপ হয়। সেই কারণেই বাইপাসের ধারের বেসরকারি হাসপাতালে ভরতি করা হয় সোহমকে। প্রথমে গুঞ্জন ছড়িয়েছিল অভিনেতার সোয়াইন ফ্লু হয়েছে। কিন্তু তেমন কিছু নয় বলেই সোহমের টিমের পক্ষ থেকে জানানো হয়েছে। ঠান্ডা-গরমে সামান্য ফ্লু হয়েছে সোহমের। সেই জন্যই কিছু পরীক্ষা করানোর পরামর্শ দিয়েছিলেন চিকিৎসক। সেই পরীক্ষা করাতেই হাসপাতালে রয়েছেন তারকা। রবিবারই আবার প্রচারের মঞ্চে ফিরবেন বলে আশ্বাস দিয়েছেন।