সোমনাথ রায়, নয়াদিল্লি: এবার রাজধানীর বুকে প্রকাশ্যে বিজেপির (BJP) গোষ্ঠীকোন্দল। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে অভিযোগের তির ছুঁড়তে গিয়ে গোষ্ঠীদ্বন্দ্বে জড়ালেন দেবশ্রী চৌধুরি ও লকেট চট্টোপাধ্যায়। দিল্লিতে সাংবাদিক সম্মেলন শেষে লকেটের দিকে আঙুল উচিয়ে ‘নোংরা রাজনীতি’ বন্ধের হুঁশিয়ারি দিলেন দেবশ্রী। সাংবাদিকদের সামনে সাংসদের রণমূর্তি দেখে কার্যত ভ্যাবাচ্যাকা খেয়ে যান লকেট।
সোমবার দিল্লিতে সাংবাদিক সম্মেলনে আয়োজন করেছিল বিজেপি। মূল বক্তা ছিলেন রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরী ও হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায়। দেবশ্রীর অভিযোগ, গোটা সাংবাদিক সম্মেলন জুড়ে কথা বলেছেন লকেট। প্রশ্নের জবাবও দিয়েছিলেন তিনি। ডালখোলার হিংসা নিয়ে বলার একেবারে সুযোগ পাননি রায়গঞ্জের সাংসদ।
[আরও পড়ুন: আপাতত স্বস্তিতে রাহুল গান্ধী, সুরাট আদালতে বাড়ল কংগ্রেস নেতার জামিনের মেয়াদ]
সম্মেলন শেষ হতেই রীতিমতো আঙুল উঁচিয়ে লকেটের দিকে তেড়ে যান তিনি। বলেন, “মিডিয়া সেলের সঙ্গে যোগাযোগ করে এই সাংবাদিক বৈঠকের ব্য়বস্থা করেছিলাম আমি। ডালখোলার হিংসা নিয়ে কথা বলার জন্য। কিন্তু তুমিই (লকেট চট্টোপাধ্যায়) হুগলি কথা বলে গেলে। এই নোংরা রাজনীতি কর না। আমি প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী।”
দেবশ্রীর ‘রণমূর্তি’ দেখে কার্য়ত ভ্যাবাচ্যাকা খেয়ে যান লকেট। বোঝানোর চেষ্টা করেন তাঁকে। বলেন, “কে আয়োজন করেছে আমি জানি না। আমাকে বলার দায়িত্ব দিয়েছিল আমি বলেছি।” তবু দেবশ্রীকে শান্ত করা যায়নি। যদিও সূত্রের খবর, ঘনিষ্ঠমহলে লকেট জানিয়েছেন, এদিন সকালে অমিত মালব্যর তরফে ফোন করে সাংবাদিক সম্মেলনের কথা জানিয়েছেন। তখন লকেটই নাকি দেবশ্রীর নাম প্রস্তাব করেছিলেন।
সবমিলিয়ে তৃণমূলের দিকে কাদা ছুঁড়তে গিয়ে দিল্লিতেই মুখোমুখি গোষ্ঠী কোন্দলে জড়িয়ে পড়লেন বাংলার দুই সাংসদ। যা দেখে রাজনৈতিক মহল বলছে, বঙ্গ বিজেপির ছত্রে ছত্রে যে গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে, তা এদিন সামান্য সাংবাদিক সম্মেলনে স্পষ্ট হয়ে গেল।