সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পঞ্চায়েত ভোটের (WB Panchayet Election) আগে কার্যত চ্যালেঞ্জ নিয়ে পেশ হল ২০২৩-২৪ অর্থবর্ষের রাজ্য বাজেট (WB Budget 2023)। কোন খাতে কতটা বরাদ্দ বাড়বে, কর্মসংস্থান, শিল্প বিনিয়োগেই বা কতটা কী হবে, সেদিকে সকাল থেকেই নজর ছিল সকলের। বুধবার দুপুরে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya) বাজেট পেশ করলেন। তাতে বেশ কয়েকটি নয়া প্রকল্পের ঘোষণা করলেন তিনি। দেখে নেওয়া যাক একনজরে রাজ্য বাজেটের কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট:
Advertisement
একনজরে রাজ্য বাজেট ২০২৩-২৪
- রাজ্য সরকারি কর্মীদের ৩% হারে ডিএ বৃদ্ধি, সুবিধা মিলবে পেনশনভোগীদেরও।
- ‘লক্ষ্মীর ভাণ্ডারে’র আওতায় ষাটোর্ধ্ব মহিলারাও, মিলবে মাসিক ১০০০ টাকা। ৬০ বছর বয়স হলে আলাদাভাবে বার্ধক্যভাতার জন্য আবেদন করতে হবে না। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে একসঙ্গে ১০০০ টাকা পাবেন তাঁরা।
- কর্মহীনদের জন্য ‘ভবিষ্যৎ ক্রেডিট কার্ড’। ১৮ থেকে ৪৫ বছর বয়সিদের ৫ লক্ষ টাকা পর্যন্ত ঋণ। কর্মহীনদের স্বনির্ভরতার লক্ষ্যে এই প্রকল্পে রাজ্য সরকার মোট ঋণের ১০ শতাংশ অর্থাৎ সর্বোচ্চ ২৫ হাজার টাকা পর্যন্ত ভরতুকি প্রদান করবে। সেই সঙ্গে ১৫ শতাংশ পর্যন্ত আর্থিক গ্যারান্টি দেবে। এই প্রকল্পে মোট ৩৫০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
- ১১৫০০ কিলোমিটার রাস্তার কাজ হবে রাজ্যজুড়ে। ‘রাস্তাশ্রী’ প্রকল্পের আওতায় চলবে মেরামতির কাজও। বরাদ্দ ৩০০০ কোটি টাকা।
- জমি-বাড়ি রেজিস্ট্রেশনে স্ট্যাম্প ডিউটিতে ছাড়ের মেয়াদ বৃদ্ধি করা হল আরও ৬ মাস। কম খরচে রেজিস্ট্রেশন করতে পারবেন আরও বেশি মানুষ।
- মৃত মৎস্যজীবীদের পরিবারকে এককালীন ২ লক্ষ টাকা আর্থিক সাহায্য করা হবে।
- বিধায়ক তহবিলের বরাদ্দ ৬০ লক্ষ থেকে বেড়ে দাঁড়াল ৭০ লক্ষ টাকা।
- রাজ্যর আর্থিক বৃদ্ধির লক্ষ্যমাত্রা ৮.৪১ শতাংশ। সেচের জল সম্পূর্ণ করমুক্ত।