সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বালিগঞ্জ (Ballygunge) বিধানসভা ও আসানসোল (Asansol) লোকসভা কেন্দ্রের উপনির্বাচনের চলছে ভোটগণনা। আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজ এবং দক্ষিণ কলকাতার ডেভিড হেয়ার ইনস্টিটিউটে সকাল আটটা থেকে শুরু হয়েছে ভোটগণনা। এই দুই কেন্দ্রের নির্বাচনে কোন দলের প্রার্থী জয়ের হাসি হাসেন, সেদিকেই নজর সকলের। তবে দ্বিতীয় রাউন্ডের গণনা শেষে বালিগঞ্জে এগিয়ে তৃণমূল প্রার্থী বাবুল সুপ্রিয়। প্রায় ৪ হাজার ভোটে এগিয়ে রয়েছেন তিনি। আসানসোলে পোস্টাল ব্যালটে এগিয়ে ছিলেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল। তবে প্রথম রাউন্ডের শেষে এগিয়ে তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা।
প্রাক্তন পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের প্রয়াণে বালিগঞ্জে এবং তৃণমূলে যোগ দেওয়ায় আসানসোল সংসদীয় কেন্দ্র থেকে বাবুল সুপ্রিয় ইস্তফা দেওয়ায় দুই কেন্দ্রে উপনির্বাচন হয়েছে। বালিগঞ্জে তৃণমূলের প্রার্থী হয়েছেন সেই বাবুল সুপ্রিয়ই (Babul Supriyo) । আসানসোলে বলিউড তারকা শত্রুঘ্ন সিনহা জোড়া ফুলের প্রার্থী হওয়ায় এই প্রথম সংসদীয় আসনটি তৃণমূল দখল করবে বলে আত্মবিশ্বাসী রাজ্যের শাসকদল। বালিগঞ্জ ও আসানসোল – এই দু’টি আসনেই তৃণমূল প্রার্থীরা বিপুল ভোটের ব্যবধানে জিতবেন বলে প্রচারে নেমে ঘোষণা করেছেন দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সংঘ ঘনিষ্ঠ বিজেপি নেতৃত্ব ইতিমধ্যেই রিপোর্ট দিয়েছে, গেরুয়া প্রার্থীরা বালিগঞ্জে তৃতীয় এবং আসানসোলে দ্বিতীয় স্থান পাবে।
[আরও পড়ুন: হাঁসখালি কাণ্ড: অভিযুক্তের বাড়ি থেকে নমুনা সংগ্রহ সিবিআইয়ের, উদ্ধার রক্তমাখা কাপড়, মদের বোতল]
বালিগঞ্জে ৪১ ও আসানসোলে ৬৭ শতাংশ ভোট পড়েছে। তবে কী কারণে তুলনামূলক কম ভোট পড়েছে, তার তিনটি কারণ ব্যাখ্যা করেন বাবুল। তাঁর দাবি, এমনিই উপনির্বাচনে সাধারণ মানুষের আগ্রহ কম থাকে। তার উপর আবার গত ১২ এপ্রিল ভোটের দিন প্রচণ্ড গরম ছিল। এদিকে চলছে রমজান মাস। এই তিন কারণেই বালিগঞ্জে তুলনামূলক কিছুটা কম ভোট পড়েছে। তবে জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী বাবুল সুপ্রিয়। তিনি বলেন, “আমি নিশ্চিত ভোটে জিতব।”
এদিকে, আসানসোল লোকসভা কেন্দ্রের ফলাফলের দিকে নজর রয়েছে সকলের। কারণ, এই লোকসভা কেন্দ্রে এখনও পর্যন্ত কোনওদিন জয়ী হতে পারেনি তৃণমূল (TMC)। একসময় এই কেন্দ্র সিপিএম জিতেছে। ২০১৪ সালে বিজেপি জিতেছে। ২০১৯ সালেও আবারও বিজেপিই দখল করেছে আসানসোল লোকসভা কেন্দ্র। এবার কী হয়, সেদিকেই তাকিয়ে প্রত্যেকে। তৃণমূল ও বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চললেও পোস্টাল ব্যালট গণনা শেষে এগিয়ে ছিলেন গেরুয়া শিবিরের প্রার্থী অগ্নিমিত্রা পল (Agnimitra Paul)। তবে প্রথম রাউন্ডের শেষে এগিয়ে তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা।