shono
Advertisement

Breaking News

রেড রোডে পতাকা উত্তোলন মমতার, সম্মানিত শহিদ অমিতাভ মালিক

প্রথমবার রাজ্যের মহিলা পুলিশে অংশ নেয় কুচকাওয়াজে৷ The post রেড রোডে পতাকা উত্তোলন মমতার, সম্মানিত শহিদ অমিতাভ মালিক appeared first on Sangbad Pratidin.
Posted: 12:56 PM Aug 15, 2018Updated: 02:49 PM Aug 15, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বৃষ্টিকে উপেক্ষা করে রেড রোডে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে অংশ নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ বুধবার সকাল ১০টা নাগাদ রাজ্য পুলিশ ও ওড়িশা পুলিশের অভিবাদন গ্রহণ করেন মুখ্যমন্ত্রী৷ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা স্কুল পড়ুয়াদের সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন তিনি৷ কুজকাওয়াজে অংশ নেওয়া কলকাতা-সহ বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীদের উৎসাহ দেন তিনি৷ একই সঙ্গে পুলিশ কর্মীদের চিফ মিনিস্টার মেডেল, আউটস্ট্যান্ডিং মেডেল এবং বীরত্বের পুরস্কার তুলে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ 

Advertisement

[অগ্নিদগ্ধের শরীর ঢাকবে প্রয়াত সোমনাথ চট্টোপাধ্যায়ের ত্বকে]

কুজকাওয়াজের অনুষ্ঠান শুরুতেই বৃষ্টি হলেও বাধা মানেননি মুখ্যমন্ত্র৷ রাজ্য প্রশাসনের শীর্ষ কর্তাদের সঙ্গে নিয়ে বৃষ্টির মধ্যে পায়ে হাটে অনুষ্ঠান মঞ্চে ওঠেন তিনি৷ জাতীয় পতাকা উত্তোলন করেন৷ তেরঙ্গাকে স্যালুট জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ কুচকাওয়াজ শুরু আগে বেশ কয়েকজন পুলিশকর্মীকে পুরস্কৃত করেন তিনি৷ নিজের হাতে পুলিশকর্মীদের মেডেল তুলে দেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ এ বছর ‘চিফ মিনিস্টার মেডেল’ তুলে দেওয়া হয় ডেপুটি কমিশনার (নর্থ) গৌরব শর্মা আইপিএস গৌরব শর্মা ও দার্জিলিং জেলা পুলিশ সুপার অখিলেশ কুমার চতুর্বেদীকে।

[প্রতিবাদ করলেই ডিটেনশন ক্যাম্পে, এনআরসি ইস্যুতে কেন্দ্রকে তোপ মুখ্যমন্ত্রীর]

সব মিলিয়ে তিনটি বিভাগে মোট ন’জনকে নিজের হাতে পুরস্কার তুলে দেন মুখ্যমন্ত্রী৷ প্রাণের ঝুঁকি নিয়ে যাঁরা সাধারণ মানুষকে নিরাপত্তা দিয়ে চলেছেন, তাঁদের সাহসিকতাকে সম্মান জানানো রাজ্য সরকারের কর্তব্য বলে মনে করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এছাড়াও দেওয়া হয়েছে এ বছর থেকেই চালু হওয়া ‘বীরত্ব পুরস্কার’৷ পুরস্কার পেয়েছেন প্রয়াত এসআই অমিতাভ মালিক৷ গতবছর ১৪ অক্টোবর সিংমারি জঙ্গলে অপারেশন চালাতে গিয়ে মৃত্যু হয় দার্জিলিং পুলিশের এসআই অমিতাভ মালিকের৷ ২০১৪ সাল থেকে স্বাধীনতা দিবসে রেড রোডের মূল অনুষ্ঠানে এই পুরস্কার দেওয়া শুরু করেন মুখ্যমন্ত্রী৷ পুরস্কার দেওয়ার পর্ব মিটতেই কলকাতা পুলিশ, রাজ্য পুলিশের অভিবাদন গ্রহণ করেন মুখ্যমন্ত্রী৷ প্রথমবার রাজ্যের মহিলা পুলিশে অংশ নেয় কুচকাওয়াজে৷ এদিন কুচকাওয়াজে নজর কাড়ে রূপশ্রী, সবুজশ্রী, সুকন্যা, খাদ্যসাথী, কন্যাশ্রী, সবুজসাথী প্রকল্পের ট্যাবলো৷  

The post রেড রোডে পতাকা উত্তোলন মমতার, সম্মানিত শহিদ অমিতাভ মালিক appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement