নব্যেন্দু হাজরা: ফের বাড়ছে করোনার (Coronavirus) দাপট। যা নিয়ে চিন্তিত রাজ্য। সোমবার মন্ত্রিসভার বৈঠকে করোনা সংক্রমণের বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। মাস্ক ফেরানোর বিষয় জোর দেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি পুরসভাগুলিকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
দেশজুড়ে চোখ রাঙাচ্ছে করোনা। দৈনিক করোনা আক্রান্তের সংখ্য়া ১০ হাজার ছাড়িয়েছে। বাংলায় দৈনিক কোভিড (Covid-19) আক্রান্তের সংখ্যা সেঞ্চুরি পার করেছে। মাস্কের ব্যবহারের উপর জোর দিয়েছে কেন্দ্রীয় সরকার। একাধিক রাজ্য়ে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। এবার সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে বঙ্গেও মাস্ক ফেরানোর কথা ভাবছে রাজ্য় সরকার।
এদিনের মন্ত্রিসভার বৈঠকে ঊর্ধ্বমুখী করোনা গ্রাফ নিয়ে আলোচনা হয়। জানা গিয়েছে, কোভিড-১৯ সংক্রমণ নিয়ে রাজ্য সরকার দ্রুত অ্য়াডভাইজরি জারি করতে চলেছে রাজ্য সরকার। সরকারি দপ্তরে ফিরছে স্য়ানিটাইজেশন প্রক্রিয়া। পুরসভাগুলিকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে মাস্ক ব্যবহারের পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী।
বিশেষজ্ঞরা বলছেন, এই পর্বে দেশে করোনা সংক্রমণ শীর্ষে উঠবে মে মাসেই। দৈনিক সংক্রমণ ৫০ হাজার থেকে ৬০ হাজারে পৌঁছে যেতে পারে। যদিও তাতে উদ্বেগের কারণ নেই। কারণ করোনার নতুন এই স্ট্রেন ততটা বিপজ্জনক নয়। এক্ষেত্রে হাসপাতালে ভরতিরও তেমন প্রয়োজন পড়ছে না।