সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেন্দ্রীয় এজেন্সিকে কাজে লাগিয়ে রাজ্যের শাসকদলের নেতা-মন্ত্রীদের হেনস্তা করা হচ্ছে। বারবার এই অভিযোগে সুর চড়িয়েছে তৃণমূল। বিজয়া সম্মিলনীর মঞ্চেও দলনেত্রীর মুখে এজেন্সি ইস্যু। ক্ষমতাচ্যুত হলেই এজেন্সি কান মুলে দেবে, নাম না করে বিজেপিকে হুঁশিয়ারি মমতার।
বুধবার উত্তীর্ণ স্টেডিয়ামে বিজয়া সম্মিলনী আয়োজন করে তৃণমূল। দক্ষিণ কলকাতার নেতারা অংশ নেন। ছিলেন খোদ দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বিজয়া সম্মিলনীর মঞ্চে কোনও রাজনৈতিক বক্তব্য রাখবেন না বলে স্থির করেছিলেন মমতা। তবে তা সত্ত্বেও নাম না করে বিজেপি-সহ বিরোধী রাজনৈতিক দলের নেতৃত্বের বিরুদ্ধে তোপ দাগেন তিনি। এমনকী কেন্দ্রীয় এজেন্সি ইস্যুতেও সুর চড়ান মমতা। তিনি বলেন, “যখন ক্ষমতায় থাকবে না তখন এজেন্সি ২ কান মুলে দেবে। তৈরি থাকুন।”
[আরও পড়ুন: বিজয়ার শুভেচ্ছা জানাতে রাজভবনে মুখ্যমন্ত্রী, খোঁজ নিলেন রাজ্যপালের শারীরিক অবস্থার]
উল্লেখ্য, শিক্ষক নিয়োগ, গরু পাচার, কয়লা পাচার মামলায় সম্প্রতি তৎপর ইডি (ED), সিবিআই। গত জুলাই মাসের শেষের দিকে এসএসসি নিয়োগ দুর্নীতিতে ইডি’র হাতে গ্রেপ্তার হন পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। তাঁর ‘ঘনিষ্ঠ’ অর্পিতা মুখোপাধ্যায়কেও গ্রেপ্তার করা হয়। অর্পিতার দু’টি ফ্ল্যাট থেকে নগদ অন্তত ৫০ লক্ষ টাকা বাজেয়াপ্ত করে এনফোর্সমেন্ট ডিরেক্টর। এছাড়া বিদেশি মুদ্রা, গয়নাগাটিও উদ্ধার করেন তদন্তকারীরা। নামে বেনামে বিপুল সম্পত্তির খোঁজ মিলেছে। শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে মানিক ভট্টাচার্য, কল্যাণময় গঙ্গোপাধ্যায়, এসপি সিনহা, অশোক সাহাকে গ্রেপ্তার করেছে। আবার গরু পাচার মামলায় আগস্টের শুরুর দিকে বোলপুরের নিচুপট্টির বাড়ি থেকে গ্রেপ্তার হন বীরভূমের দাপুট নেতা অনুব্রত মণ্ডল (Anubrata Mandal)। তাঁকে গ্রেপ্তার করে সিবিআই (CBI)। অনুব্রতরও প্রয়াত স্ত্রী ও মেয়ের নামে পাহাড় প্রমাণ সম্পত্তির হদিশ পাওয়া গিয়েছে। এরই মাঝে কয়লা পাচার মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাঁর স্ত্রী রুজিরা এবং অভিষেকের শ্যালিকা মেনকা গম্ভীরও কেন্দ্রীয় এজেন্সির জেরার মুখোমুখি হয়।
কেন্দ্রীয় এজেন্সির মাধ্যমে গ্রেপ্তারি কিংবা তলবের নেপথ্যে বিজেপির রাজনৈতিক অভিসন্ধিই দেখছে তৃণমূল (TMC)। তাদের দাবি, ঘাসফুল শিবিরের নেতা-কর্মীদের হেনস্তা করাই উদ্দেশ্য গেরুয়া শিবিরের। যদিও বিজেপি অভিযোগ নস্যাৎ করেছে। তাদের দাবি, কেন্দ্রীয় এজেন্সি তাদের দায়িত্ব পালন করছে মাত্র।