shono
Advertisement

পুরভোটে বিরাট জয়ের পরই অসমের কামাক্ষ্যা মন্দিরে পুজো মমতার, গেলেন বগলামুখী মন্দিরেও

বাংলার বাইরে গেলেই তৃণমূল নেত্রী সেই রাজ্যের ঐতিহ্য, সংস্কৃতির স্বাদ নিতে চান।
Posted: 04:46 PM Dec 21, 2021Updated: 09:00 PM Dec 21, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কলকাতা পুরভোটের (KMC Election Result 2021) ফলাফল প্রকাশের পরই অসমে উড়ে গেলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিলেন অসমের কামাক্ষ্যা মন্দিরে পুজো। শুধু কামাক্ষ্যা মন্দিরেই (Kamakhya Temple) নয়, পুজো দিয়েছেন বগলামুখী মন্দিরেও।

Advertisement

কামাক্ষ্যা মন্দিরে পুজো মমতার।

মঙ্গলবার কলকাতা পুরভোটের ফলাফল প্রকাশিত হয়। সেই নির্বাচনে সবুজ ঝড়ে উড়ে গিয়েছে বিরোধীরা। ‘ছোট লালবাড়ি’ দখলের ভোটে ১৩৪ আসন নিজেদের দখলে রেখেছে তৃণমূল। ভোটের ফলাফলের ছবি স্পষ্ট হতেই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) অসমের উদ্দেশে উড়ে যান। গুয়াহাটি বিমানবন্দরে নেমে পৌঁছে সোজা চলে যান কামাক্ষ্যা মন্দিরে। গোটা মন্দির ঘুরে দেখেন বাংলার মুখ্যমন্ত্রী। গর্ভগৃহে গিয়ে পুজো দেন। প্রদীপও জ্বালান তিনি। মন্দিরে প্রবেশের পরই মুখ্যমন্ত্রীর গলায় অসমের ঐতিহ্যবাহী অসমিয়া গামছা পরিয়ে দেন মন্দিরের প্রধান পূজারী। হাত জোড় করে সৌজন্য দেখান মমতা-ও। 

 

[আরও পড়ুন: জামাইয়ের সঙ্গে পালালেন শাশুড়ি! বিচার চেয়ে পুলিশের দ্বারস্থ মেয়ে]

 

কামাক্ষ্যা মন্দিরে সূর্য প্রণাম বাংলার মুখ্যমন্ত্রীর।

মন্দিরের ভিতরে একটি পবিত্র জলাশয় রয়েছে। সেই জলাশয়ে দাঁড়িয়ে সূর্য প্রণামও করেন তিনি। শুধুমাত্র কামাক্ষ্যা মন্দির নয়, পুজো দেন বগলামুখী মন্দিরেও। তবে এই ঝটিকা সফরে সংবাদমাধ্যমের কাছে কোনও মন্তব্য তিনি করেননি। বিকেলেই ফিরে আসেন কলকাতায়।

মন্দিরে ঢুকছেন তৃণমূল নেত্রী।

[আরও পড়ুন: বউ পালাল…! দুই রাজমিস্ত্রীর সঙ্গে মুর্শিদাবাদ থেকে মুম্বই পাড়ি বালির ২ গৃহবধূর, তারপর…]

প্রসঙ্গত, বাংলার বাইরে অন্য কোনও রাজ্যে গেলেই তৃণমূল নেত্রী সেই রাজ্যের ঐতিহ্য, সংস্কৃতির স্বাদ নিতে চান। সম্প্রতি মুম্বই সফরে গিয়েছিলেন মমতা। সেখানে গিয়েও মুম্বইয়ের সিদ্দিবিনায়ক মন্দিরে পুজো দিয়েছিলেন তিনি। ঘুরে দেখেছিলেন গোটা মন্দির। গোয়াতেও মন্দিরে পুজো দিয়েছিলেন মমতা। গিয়েছিলেন চার্চেও। তাঁর কথায়, “মন্দির-মসজিদ-চর্চা সবই সমান। আমি সর্বত্রই যাই। “

বাংলার মুখ্যমন্ত্রীকে সম্মান প্রদর্শন।
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement