shono
Advertisement

রাজ্যবাসীর মঙ্গল কামনায় নববর্ষের প্রাক্কালে কালীঘাটে মুখ্যমন্ত্রী, পুজো দিলেন নকুলেশ্বর মন্দিরেও

Published By: Tiyasha SarkarPosted: 07:32 PM Apr 13, 2024Updated: 07:58 PM Apr 13, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাত পোহালেই নতুন বছর। প্রতিবছরের মতো এবারও চৈত্র সংক্রান্তির সন্ধ্যেয় মন্দিরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রাজ্যবাসীর মঙ্গল কামনায় এদিন প্রথমে নকুলেশ্বর মন্দিরে পুজো দেন তিনি। তার পর চলে যান কালীঘাটে। সেখানেও পুজো দেন মুখ্যমন্ত্রী। অভিষেককন্যা ছাড়াও এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন পরিবারের অন্যান্য সদস্যরা। 

Advertisement

প্রতিবছরই পয়লা বৈশাখের আগের সন্ধ্যায় কালীঘাটে পুজো দিতে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।  এবারও তিনি যাবেন, তা আগেই জানিয়েছিলেন। সেই কারণেই নকুলেশ্বর ও কালীঘাট মন্দির চত্বর মুড়ে ফেলা হয়েছিল নিরাপত্তার চাদরে। এদিন ঘড়ির কাঁটায় সন্ধে ৭ টা নাগাদ প্রথমে পরিবারের সদস্যদের নিয়ে নকুলেশ্বর মন্দিরে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছিল অভিষেক কন্যাও। পুজো দেন, আরতি করেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে তিনি চলে যান কালীঘাটে। কালীঘাট মন্দিরে গর্ভগৃহে পুজো দেন মুখ্যমন্ত্রী। বেনারসি শাড়ি উৎসর্গ করেন তিনি।

[আরও পড়ুুন: প্রচারে বেরিয়ে ‘গো ব্যাক’ স্লোগান শুনে মেজাজ হারালেন অধীর, যুবককে চড়!]

এদিন পুজো দিয়ে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী। রাজ্যবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানান তিনি। সকলের সুস্থতা কামনা করেন তিনি। মনে করিয়ে দেন, রাজ্যবাসীর কথা মাথায় রেখে দিঘায় জগন্নাথ মন্দির তৈরি করে দিচ্ছেন। এর পরই মন্দির ছাড়েন মমতা বন্দ্যোপাধ্যায়।

[আরও পড়ুন: চাপ দিয়ে বয়ান রেকর্ড, মিথ্যে মামলায় ফাঁসানোর হুমকি! ইডির বিরুদ্ধে বিস্ফোরক চিঠি শাহজাহানের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement