গোবিন্দ রায়: অবশেষে আজ অর্থাৎ শুক্রবার রাজ্যের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন ডিএ আন্দোলনকারীরা। তবে শুধু প্রতিবাদী যৌথ মঞ্চ নয়, সমস্ত কর্মী সংগঠন থেকে একজন করে প্রতিনিধি থাকুন এই বৈঠকে, আদালতে এমনটাই আবেদন রাজ্যের। তাতে সাড়া দিল হাই কোর্ট। বিকেল চারটেয় শুরু হবে বৈঠক।
কেন্দ্রীয় হারে বকেয়া ডিএ আদায়ের দাবিতে সরব রাজ্য সরকারি কর্মীরা। গত ২৭ জানুয়ারি থেকে আন্দোলনে নেমেছেন তাঁরা। অনশন, কর্মবিরতি-সহ একাধিক পদক্ষেপ নেন আন্দোলনকারীরা। তার ফলে রাজ্যের সরকারি প্রতিষ্ঠানের কাজের ক্ষতি হচ্ছে। জল গড়িয়েছে শীর্ষ আদালত পর্যন্ত। তাতেও সমস্যার সমাধান হয়নি। অবশেষে ডিএ আন্দোলনকারীদের সঙ্গে বৈঠকের নির্দেশ দেয় আদালত। এরপরই এবার রাজ্যের সঙ্গে আন্দোলনকারীদের বৈঠকের দিনক্ষণ স্থির করা হয়। আদালতের নির্দেশ ছিল আন্দোলনকারীদের তরফে ৫ জন থাকতে পারবেন। বৃহস্পতিবার সেই সংখ্যা বাড়িয়ে ৬ করা হয়েছে আদালতের তরফে।
[আরও পড়ুন: আচমকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ৪ নাবালক-সহ ১৬ জনকে তড়িঘড়ি আনা হল এসএসকেএমে]
শুক্রবার এই বৈঠক নিয়ে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল জানান যে, যৌথ মঞ্চ বাদে আরও বেশ কয়েকটি সংগঠন আলোচনায় অংশগ্রহণ করতে চেয়ে আবেদন করেছিল। তারা সকলে বৈঠকে থাকতে চান। রাজ্যের তরফে প্রত্যেককে স্বাগত জানানো হয়েছে। রাজ্যের আবেদন, যেন প্রত্যেক সংগঠন থেকে একজন করেই প্রতিনিধি যান। তাতে সায় দিয়েছে আদালত। তবে কি সমাধান সূত্র মিলবে আজকের বৈঠকে? সেদিকেই তাকিয়ে রাজ্য ও আন্দোলনকারীরা।