সুদীপ রায়চৌধুরী: ভারত-পাক ম্যাচে (India-Pakistan Match) রোহিত ব্রিগেডের জয়ে আপ্লুত আসমুদ্র হিমাচল। বাদ নেই দেশ-বিদেশের হুজ হু-রাও। ইতিমধ্যে টিম ইন্ডিয়াকে শুভেচ্ছা জানিয়েছেন খোদ প্রধানমন্ত্রী। মহারণের আমেজ গায়ে মাখতে স্টেডিয়ামে হাজির ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। বিশ্বকাপ জ্বরে কাবু রাজনৈতিক, প্রশাসনিক কর্তারা। তাই এবার রোহিত-বিরাটদের রাজভবনে আমন্ত্রণ করলেন বাংলার রাজ্য়পাল সি ভি আনন্দ বোস (C V Anand Bose)।
শনিবারই বিশ্বকাপে মুখোমুখি হয়েছিল ভারত-পাকিস্তান। প্রবল পরাক্রমে ম্য়াচ জিতে নিয়েছে টিম ইন্ডিয়া। বোলিং-ব্যাটিং-ফিল্ডিং তিন বিভাগেই দাপট দেখিয়েছে তারা। ম্যাচ শেষ হতেই ভারতীয় দলকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। এক্স হ্যান্ডেলে শুভেচ্ছাবার্তা দেন বাংলার রাজ্যপাল সি ভি আনন্দ বোসও। বাংলার রাজভবনের এক্স হ্যান্ডেলে লেখা হয়, পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় দলের জয়ের পরই তাঁদের শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যপাল। বাংলার ক্রিকেটপ্রেমীদের তরফে টিম ইন্ডিয়াকে সম্মান জানাতে রাজভবনে আমন্ত্রণ জানিয়েছেন তিনি।
[আরও পড়ুন: সুইডেনে পড়তে গিয়ে প্রাণ গেল বাংলার তরুণীর, দেহ ফিরবে কীভাবে, জানেন না মা]
উল্লেখ্য, আগামী ৫ নভেম্বর বিশ্বকাপে কলকাতার ইডেনে মুখোমুখি হবে ভারত-দক্ষিণ আফ্রিকা। সেই জ্বরে কাঁপছে গোটা কলকাতা। সেই ম্য়াচ শেষে কি ভারতীয় দল রাজভবনে যাবেন? দেখা করবেন রাজ্য়পালের সঙ্গে? সেই উত্তর অবশ্য মিলবে ভবিষ্যতেই।