shono
Advertisement

উপাচার্য আসার আগেই কলকাতা বিশ্ববিদ্যালয়ে রাজ্যপালের ‘সারপ্রাইজ ভিজিট’, কারণ ঘিরে জল্পনা

বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে প্রায় ২০ মিনিট ছিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস।
Posted: 12:52 PM Apr 10, 2023Updated: 01:45 PM Apr 10, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উপাচার্য, রেজিস্ট্রার আসার আগেই কলকাতা বিশ্ববিদ্যালয়ে সারপ্রাইজ ভিজিটে আচার্য। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে প্রায় ২০ মিনিট ছিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। রাজ্যপাল আসার খবর পেয়ে তড়িঘড়ি কলকাতা বিশ্ববিদ্যালয়ে এসে পৌঁছন উপাচার্য। কেন আচমকা বিশ্ববিদ্যালয়ে আসা উপাচার্যের, সে বিষয়ে অবশ্য কিছুই বলেননি রাজ্যপাল।

Advertisement

জানা গিয়েছে, সোমবার কলকাতা বিশ্ববিদ্যালয়ে কোনও পূর্বনির্ধারিত কর্মসূচি ছিল না রাজ্যপালের। এদিন আচমকাই বিশ্ববিদ্যালয় চত্বরে যান তিনি। রাজ্যপাল তথা আচার্যের সারপ্রাইজ ভিজিটের খবর পাওয়ামাত্রই বিশ্ববিদ্যালয়ে পৌঁছন উপাচার্য এবং রেজিস্ট্রার। প্রায় ২০ মিনিট কথা হয় তাঁদের।

[আরও পড়ুন: নিয়োগ দুর্নীতির তদন্তে গতি আনাই লক্ষ্য, ভিনরাজ্য থেকে কলকাতায় ৭ CBI আধিকারিক]

সম্প্রতি রাজভবন এবং রাজ্যের সম্পর্কের অবনতি হয়েছে। উপাচার্য পদে নিয়োগ নিয়ে রাজভবন-নবান্নের লড়াইয়ের জল গড়িয়েছে আদালতে। উপাচার্য নিয়োগ রাজ্যের এক্তিয়ার বহির্ভূত বলেই জানিয়েছে কলকাতা হাই কোর্ট। এদিকে, আবার আচার্য পদের ক্ষেত্রে একই পদ্ধতি বজায় থাকবে বলেই বিবৃতি জারি করেছেন রাজ্যপাল। আবার বিশ্ববিদ্যালয়গুলিকে ই-মেল মারফত প্রতি সপ্তাহে রাজ্যপালকে রিপোর্ট পাঠাতে হবে বলেও নির্দেশিকা জারি হয়। যার ফলে ক্ষুব্ধ রাজ্য সরকার। বিরোধের আবহে রাজ্যপালের কলকাতা বিশ্ববিদ্যালয়ে সারপ্রাইজ ভিজিট যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

[আরও পড়ুন: রিঙ্কুর স্বপ্নের ইনিংসে বিভোর আরিয়ান-সুহানা, কেক-শ্যাম্পেনে হল নাইটদের সেলিব্রেশন]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement