ধ্রুবজ্য়োতি বন্দ্যোপাধ্যায়: ফের রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন রাজ্যপাল জগদীপ ধনকড় (WB Governor Jagdeep Dhankhar)। রাজ্যের গণতন্ত্র, মানবাধিকার লঙ্ঘন ইস্যুতে সরব হলেন ধনকড়। বৃহস্পতিবার তৃণমূলের প্রতিনিধি দল রাজভবন থেকে বেরিয়ে আসার পরই ফের রাজ্যের শাসকদলের বিরুদ্ধে তোপ দাগলেন রাজ্যপাল। তাঁকে পালটা দিলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। তাঁর কটাক্ষ, “উনি (রাজ্যপাল) নিজের চাকরি বাঁচাতে এসব করছেন। দিল্লির নেতাদের কাছে ভাল থাকতে হলে এসব টুইট করতে তো হবেই।”
মুখ্যমন্ত্রীর সম্পর্কে দিলীপ ঘোষের (Dilip Ghosh) কুরুচিকর মন্তব্য নিয়ে নালিশ করতে এদিন রাজভবনে গিয়েছিল তৃণমূলের প্রতিনিধি দল। সেই অভিযোগপত্রের ছবি টুইট করেছেন রাজ্যপাল। তাঁদের অভিযোগ বিষয়টি খতিয়ে দেখবেন বলেও জানিয়েছেন। এরপর রাজ্যে সরকারে বিরুদ্ধে বিষোদগার করেছেন ধনকড়। তাঁর অভিযোগ, “এরাজ্যে গণতন্ত্র ভূলন্ঠিত। মানবাধিকার মানা হচ্ছে না। সাম্প্রদায়িক তোষণ গণতন্ত্রের পরিপন্থী। সংবিধান মেনে চলার জন্য রাজ্য সরকারের উপর চাপ তৈরির আবেদনও জানানো হয়েছে তৃণমূলের প্রতিনিধি দলের কাছে।” টুইটারে এমনটাই জানিয়েছেন রাজ্যপাল।
[আরও পড়ুন: নিরাপত্তায় বাড়তি নজর, মুখ্যমন্ত্রীর বাসভবন-নবান্নর পর এবার বিধানসভাতেও মোবাইলে ‘কড়াকড়ি’]
ধনকড়কে পালটা দিয়েছে তৃণমূলও। দলীয় মুখপাত্র কুণাল ঘোষের কথায়, “রাজ্যের সবাই জানে রাজ্যপাল বিজেপির প্রতিনিধি। আমরা তো পদের প্রতি সম্মান জানাতে অভিযোগ জানাই। আর মানুষের কাছে স্পষ্ট করে দিই যে রাজ্যপাল কীভাবে বিজেপির প্রতিনিধিদল হিসেবে কাজ করছেন। আজ এতক্ষম তৃণমূল প্রতিনিধি দলের সঙ্গে বসেছেন উনি। অভিযোগ শুনেছেন। চাকরি বাঁচাতে তাই টুইট করতে হয়েছে ওঁকে। দিল্লির নেতাদের নেকনজরে থাকতে তো হবে।”
গত ২৮ জুনও রাজ্যপালের কাছে অভিযোগ জানাতে গিয়েছিল তৃণমূল প্রতিনিধি দল। সেদিনও তারা ফিরে আসার পর রাজ্যের বিরুদ্ধে তোপ দেগেছিলেন ধনকড়। এদিনও সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটল।