বুদ্ধদেব সেনগুপ্ত: সন্দেহখালি কাণ্ডে প্রধানমন্ত্রী ও অমিত শাহের দরবারে বাংলার রাজ্যপাল সি ভি আনন্দ বোস। ‘ফেরার’ তৃণমূল নেতা শাহজাহান শেখকে গ্রেপ্তারের জন্য কেন্দ্রের হস্তক্ষেপের আর্জি জানালেন তিনি। সাক্ষাৎ শেষে এদিন রাজ্যপাল ফের বলেন যে, গোটা ঘটনায় কড়া পদক্ষেপ প্রয়োজন।
সন্দেশখালি কাণ্ড নিয়ে প্রায় ২৭ দিন ধরে উত্তপ্ত রাজ্য-রাজনীতি। সোশাল মিডিয়ায় ‘অ্যাকটিভ’ থাকা সত্ত্বেও পুলিশের খাতায় ‘ফেরার’ সন্দেশখালির দাপুটে তৃণমূল নেতা শেখ শাহজাহান। আদালত একাধিকবার গ্রেপ্তারির নির্দেশ দিলেও এখনও তাঁকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এদিকে ‘মেঘনাদে’র মতো আড়ালে থেকেই একাধিকবার আদালতে আগাম জামিনের আবেদন করেছেন শাহজাহান। ফলে তাঁর অন্তর্ধান রহস্য ক্রমশ জটিলতর হচ্ছে। এই পরিস্থিতিতে শাহজাহান কাণ্ড নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও অমিত শাহের দরবারে রাজ্যপাল সি ভি আনন্দ বোস।
[আরও পড়ুন: বাজেটে কমল তফসিলি জাতি, উপজাতি সংখ্যালঘুদের বরাদ্দ, কাটছাঁট শিক্ষা ও স্বাস্থ্য খাতেও]
সূত্র মারফত জানা গিয়েছে, এদিন শাহের কাছে সন্দেহখালি কাণ্ড তুলে ধরেছেন বোস। ইডির উপর হামলার ঘটনার তীব্র নিন্দা করেছেন। অবিলম্বে কেন্দ্রকে হস্তক্ষেপের আর্জি জানিয়েছেন যাতে যে কোনও মূলে দ্রুত গ্রেপ্তার করা যায় শাহজাহানকে। এর পর প্রধানমন্ত্রীর দপ্তরে যান তিনি। সেখানে রাজ্যের আইনশৃঙ্খলার পাশাপাশি রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে রিপোর্ট দেন বলে সূত্রের খবর। প্রসঙ্গত, এর আগেও শাহজাহানকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছিলেন রাজ্যপাল। কিন্তু তাতে বিশেষ লাভ হয়নি। পুলিশ তাঁর হদিশ পায়নি। এছাড়াও হামলার ঘটনার দিনই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে পদক্ষেপের আর্জি জানিয়েছিল বঙ্গ বিজেপি।