সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কলকাতায় ফিরে তৃণমূলের আবেদনের জবাব দিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস (C V Anand Bose)। গত শনিবার তাঁর সঙ্গে সাক্ষাতের জন্য সময় চেয়ে আবেদন জানিয়েছিল তৃণমূল। ইমেল মারফত তার জবাব দিলেন রাজ্যপাল। সোমবার বিকেল ৪টেয় তিনি রাজভবনে দেখা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) নেতৃত্বাধীন শাসকদলের প্রতিনিধিদের সঙ্গে। পালটা ইমেলে জানিয়েছেন সি ভি আনন্দ বোস। রাজ্যপালের এই পদক্ষেপের পর রাজভবনের সামনে থেকে দ্রুতই তৃণমূলের ধরনা তুলে নেওয়ার সম্ভাবনা।
১০০ দিনের কাজের বকেয়া প্রাপ্তির দাবিতে গত সপ্তাহেই দিল্লিতে (Delhi) বড়সড় আন্দোলন করে এসেছে রাজ্যের শাসকদল। গ্রামবাংলার বঞ্চিতদের নিয়েই রাজঘাট, কৃষি ভবনে ধরনায় বসেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন দল। সেখানে তাঁদের সঙ্গে সাক্ষাতের প্রতিশ্রুতি দিয়ে, দীর্ঘক্ষণ অপেক্ষা করানোর পরও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতির সঙ্গে সাক্ষাৎ হয়নি। তার প্রতিবাদে কলকাতায় ফিরে রাজভবনের সামনে ধরনা শুরু করেন অভিষেক। দাবি একটাই, বঞ্চিতদের কথা রাজ্যপালকেই শুনতে হবে এবং তা তুলে ধরতে হবে দিল্লির দরবারে। সেই কারণে তাঁর সঙ্গে দেখা করতে চেয়ে আবেদন জানায় তৃণমূল (TMC)।
[আরও পড়ুন: ৩৭০ ধারা বিলোপের পর প্রথম নির্বাচন লাদাখে, বিপুল সাফল্য ইন্ডিয়া জোটের, ধাক্কা BJPর ]
কিন্তু রাজ্যপাল সেই মুহূর্তে উত্তরবঙ্গ সফরে থাকায় সাক্ষাৎ সম্ভব হয়নি। তা নিয়ে অবশ্য সমালোচনাও কম হয়নি। রবিবার রাতে দমদম বিমানবন্দরে নেমে অবশ্য তৃণমূলকে খোলাখুলি রাজভবনে আমন্ত্রণ জানান সি ভি আনন্দ বোস। বলেন, ”ভোর ৪টে থেকে রাত ১১টা পর্যন্ত আমি আছি। রাজভবনে দরজা খোলা সকলের জন্য। যে কেউ দেখা করতে আসতে পারেন।” এর পর তিনি রাজভবনের নর্থ গেটে অবস্থানকারী তৃণমূল কর্মী, সমর্থকদের এড়িয়ে সাউথ গেট দিয়ে ভিতরে প্রবেশ করেন। তখন জল্পনা উসকে উঠেছিল, তবে কি তৃণমূলের সঙ্গে সাক্ষাৎ এড়িয়ে যাচ্ছেন?
[আরও পড়ুন: গর্ভপাতে রাজি না হওয়ায় বধূকে মারধর করে ওষুধ খাওয়ানোর অভিযোগ, গায়ে ঢালা হল অ্যাসিড!]
রাতে অবশ্য সেই জল্পনায় ইতি টেনে রাজ্যপাল জানান, সোমবার বিকেল ৪টেয় অভিষেকদের সঙ্গে দেখা করবেন তিনি। এদিকে, আজ নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করেছে ইডি। অভিষেক হাজিরা দেবেন কি না, সে বিষয়ে নিশ্চিত করে এখনও কিছু জানা যায়নি।