স্টাফ রিপোর্টার: রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর। চলতি মাসের শেষ দিকে টানা তিনদিন মিলবে ছুটি। মঙ্গলবার বিজ্ঞপ্তি দিয়ে করম পুজোর ছুটি ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তাতেই টানা তিনদিনের ছুটি নিশ্চিত হয়ে যায়।
আগামী ২৫ সেপ্টেম্বর করম পুজো উপলক্ষে ছুটি। ওই দিন সোমবার। শনিবার ও রবিবার এমনিতেই সরকারি দপ্তরে ছুটি। তাই করম পুজোর সৌজন্যে আরও একটা অতিরিক্ত ছুটি পেয়ে যাচ্ছেন কর্মীরা। অর্থাৎ শনি, রবি এবং সোমবার তিনদিনের ছুটি উপভোগ করতে পারবেন তাঁরা। বন্ধুবান্ধব, পরিবারের সঙ্গে ঘুরতে যাওয়ার পরিকল্পনাও করে ফেলতেই পারেন।
[আরও পড়ুন: ‘ভারতের এই উপহারের জন্য আমরা কৃতজ্ঞ’, কোহলিদের কাছে বড় ব্যবধানে হারের পর বলছেন পাকিস্তান কোচ]
উল্লেখ্য, সম্প্রতি রাজ্যে জোড়া ছুটি ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। করম পুজো ও সবে বরাত উপলক্ষে ছুটি থাকবে সমস্ত সরকারি স্কুল,কলেজ, অফিস। এতদিন করম পুজো ও সবেবরাতে ‘সেকশনাল হলিডে’ ছিল। কিন্তু এবার মুখ্যমন্ত্রী জানিয়ে দেন, দীর্ঘদিনের দাবি মেনেই এই দু’দিন ছুটি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। আর এবার করম পুজো ২৫ তারিখ হওয়ায় পোয়া বারো সরকারি কর্মীদের।
মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলে এসেছেন, এ রাজ্যে দুর্গাপুজো থেকে ইদ, বড়দিন, সমস্ত উৎসবকেই সমান গুরুত্ব দেওয়া হয়। এই সব দিনে ছুটি পান সমস্ত সম্প্রদায়ের মানুষরাই। রঘুনাথ মুর্মু, পঞ্চায়েত বর্মার জন্মদিনেও পূর্ণদিবস ছুটি। আর সে কথা মাথায় রেখেই এবার করম পুজো ও সবে বরাতে ছুটির সিদ্ধান্ত। আর এবার করম পুজোর সৌজন্যে তিনদিন ছুটি পাচ্ছেন সরকারি কর্মীরা।