সংবাদ প্রতিদিন ব্যুরো: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পর এবার টর্নেডো বিধ্বস্ত জলপাইগুড়ি যাচ্ছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। দমদম বিমানবন্দর থেকে বাগডোগরার উদ্দেশে ইতিমধ্যেই রওনা হয়েছেন তিনি। এর পর সড়কপথে পৌঁছবেন জলপাইগুড়িতে। বিপর্যয় বিধ্বস্ত এলাকায় যাওয়ার কথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীরও। এদিকে, এই ঘটনায় X হ্যান্ডেলে শোকপ্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
টর্নেডোর তাণ্ডবে মানুষ বিপদে পড়েছে খবর পেয়ে রবিবার রাতেই উত্তরবঙ্গ পৌঁছে গিয়ে দুর্গতদের পাশে দাঁড়ান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস। খবর পেয়েই জেলা প্রশাসনের আধিকারিকদের ঘটনাস্থলে পাঠিয়ে দেন মমতা। চলতে থাকে মনিটরিং। শেষ পাওয়া খবর অনুযায়ী এখনও পর্যন্ত পাঁচজনের মৃত্যু হয়েছে। জখম কমবেশি তিন শতাধিক। হাসপাতালে ভর্তি হয়েছেন ১৬৪ জন। তাঁদের মধ্যে ১৫ জনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের অস্ত্রোপচারের জন্য জলপাইগুড়ি হাসপাতালে বিশেষ টিম গঠন করা হয়েছে। সমস্ত চিকিৎসকের ছুটি বাতিল করা হয়েছে।
[আরও পড়ুন: কে বেশি বিষাক্ত? ‘গোখরো’ মিঠুন নাকি ‘চন্দ্রবোড়া’ অভিজিৎ! ভোটপ্রচারে চর্চায় কার্টুন]
এগারোটা নাগাদ বাগডোগরা বিমানবন্দরে নেমে মুখ্যমন্ত্রী বলেন, “ভয়াবহ ঝড়টা এসেছিল ক্ষণিকের জন্য। ২-৩ মিনিটের মধ্যে পরপর ঘরবাড়ি ভেঙেছে। ক্ষতি কোচবিহার, আলিপুরদুয়ারেও হয়েছে। জলপাইগুড়িতে পাঁচজন মারা গিয়েছেন। অনেকে সিরিয়াস। একটি বাচ্চাকে নিয়ে আসা হচ্ছে রাতে নেওটিয়া হাসপাতালে। আরেকজনকে পাঠানো উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে। অভিষেক কাল বিকেলে এসে সেটা দেখে নেবে। রাজ্য সরকার সম্পূর্ণ পাশে আছে। এখন নির্বাচনী বিধি চলছে তাই বিস্তারিত বলতে পারছি না। কিন্তু প্রশাসন দায়িত্ব নিয়ে যা যা করার করছে।” রাতে জলপাইগুড়িতে হাসপাতালে পৌঁছনোর আগেই মৃত অনিমা বর্মন ও দ্বিজেন্দ্রনারায়ণ সরকারের বাড়িতে গিয়ে তাঁদের পরিবারের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী। পরে জলপাইগুড়ি সদর হাসপাতালে গিয়ে আহত ৪৬ জনের সঙ্গে দেখা করেন। ভিডিও কলেও অনেকের খোঁজ নেন। মাঝরাতেই ঝড়ে ক্ষতিগ্রস্ত বার্নিশ এলাকা পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী।
বিপর্যয়ের খবর পেয়ে উদ্বিগ্ন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক্স হ্যান্ডলে এক বার্তায় মৃত ও ক্ষতিগ্রস্তদের পরিবারের প্রতি সমবেদনা জানান।
এদিকে, রাজভবনে বিশেষ সেলও খোলা হয়েছে রাজ্যপালের উদ্যোগে। সোমবার দুর্গত এলাকায় যাচ্ছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দুর্গত এলাকায় যাবেন।