shono
Advertisement

‘ম্যায় ভি হুঁ না’, রাজ্যের উন্নয়নে মুখ্যমন্ত্রীর হাতে হাত মিলিয়ে কাজের আহ্বান রাজ্যপালের

নয়া প্রচার অভিযানের সদ্যই ঝাঁ চকচকে ফিল্মি পোস্টার প্রকাশ্যে এনেছে তৃণমূল। The post ‘ম্যায় ভি হুঁ না’, রাজ্যের উন্নয়নে মুখ্যমন্ত্রীর হাতে হাত মিলিয়ে কাজের আহ্বান রাজ্যপালের appeared first on Sangbad Pratidin.
Posted: 01:57 PM Aug 29, 2020Updated: 01:57 PM Aug 29, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সদ্যই প্রকাশ্যে এসেছে তৃণমূলের ‘ম্যায় হুঁ না’ পোস্টার। সেই পোস্টার প্রসঙ্গেই এবার পালটা টুইট করলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। ‘ম্যায় ভি হুঁ না’ টুইটে রাজ্যের উন্নয়নে একযোগে কাজ করার ডাক দিলেন তিনি।

Advertisement

দিদিই মুশকিল আসান! তরী পার করবেন তিনিই। জনসাধারণকে এমনই ভরসা জুগিয়ে শাহরুখ খানের জনপ্রিয় সিনেমা ‘ম্যায় হুঁ না’ (Main Hoon Nah) নামে নতুন ক্যাম্পেইন চালু করেছে তৃণমূল। বৃহস্পতিবার রাতে সকলকে চমকে দিয়ে নয়া প্রচার অভিযানের এক ঝাঁ চকচকে ফিল্মি পোস্টার প্রকাশ্যে এনেছে তৃণমূল। পোস্টারে দেখা গিয়েছে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে জনসমক্ষে আঙুল তুলে দাঁড়িয়ে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যেন তিনিই একমাত্র ভরসা। আর সেই পোস্টারের মাথায় লেখা ‘ম্যায় হুঁ না’। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় সেই পোস্টার নিয়ে চলছে জোর আলোচনা।

পোস্টার নজর এড়ায়নি রাজ্যের সাংবিধানিক প্রধান জগদীপ ধনকড়ের (Jagdeep Dhankhar)। পালটা টুইটে রাজ্যপাল লেখেন, “ম্যায় ভি হুঁ না।” এছাড়াও রাজ্যবাসীর স্বার্থে দু’জন জোটবদ্ধ হয়ে কাজ করার বার্তাও দিয়েছেন তিনি।

[আরও পড়ুন: বাড়ি থেকে বই খুলেই পরীক্ষা? করোনা কালে কলেজ পড়ুয়াদের জন্য নয়া ভাবনা শিক্ষামহলের]

দায়িত্ব নেওয়ার পর থেকে বারবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সংঘাতে জড়িয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকড়। কখনও রাজ্য প্রশাসনের বিরুদ্ধে তুলেছেন অস্বচ্ছতার অভিযোগ। আবার কখনও করোনা চিকিৎসার খাতে খরচ কিংবা বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন নিয়ে প্রশ্ন তুলে চড়িয়েছেন বিরোধিতার সুর। তবে মাঝে মধ্যে জোটবদ্ধভাবে কাজ করার ডাকও দিয়েছেন রাজ্যের সাংবিধানিক প্রধান। ঠিক যেমন শনিবারের টুইট বার্তাতেও একতার আহ্বান। রাজ্যের প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজের ডাক দিলেন তিনি। তবে রাজনৈতিক মহলের মতে, রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রীর সম্পর্ক কখন ভাল আর কখন খারাপ তা বোঝা সত্যিই বড় কঠিন। একসঙ্গে কাজের ডাক দেওয়ার পর মুহূর্তেই যে রাজ্যের সাংবিধানিক প্রধান বিরোধিতার সুরে গর্জে উঠবেন না তা হলফ করে বলা সত্যিই কঠিন।

[আরও পড়ুন: সেপ্টেম্বরে লোকাল ট্রেন, মেট্রো চালুর তোড়জোড়, রেল বোর্ডকে চিঠি রাজ্যের স্বরাষ্ট্রসচিবের]

The post ‘ম্যায় ভি হুঁ না’, রাজ্যের উন্নয়নে মুখ্যমন্ত্রীর হাতে হাত মিলিয়ে কাজের আহ্বান রাজ্যপালের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement