অর্ণব দাস, বারাকপুর: রেশন বন্টন দুর্নীতি মামলায় গ্রেপ্তার জ্যোতিপ্রিয় মল্লিক। তার প্রতিবাদে পথে তৃণমূল। বর্তমান খাদ্যমন্ত্রী রথীন ঘোষও মধ্যমগ্রামে মিছিলে শামিল হন।
লক্ষ্মীপুজোর দিন মধ্যমগ্রাম শহরজুড়ে প্রতিবাদ মিছিল করে তৃণমূল। মধ্যমগ্রামের চৌমাথা থেকে স্টেশন পর্যন্ত মিছিল হয়। এদিন কর্মসূচিতে নেতৃত্ব দেন রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ। ছিলেন মধ্যমগ্রাম পুরসভার চেয়ারম্যান নিমাই ঘোষ-সহ শাসকদলের জনপ্রতিনিধিরা। তিনি বলেন, “১০০ দিনের কাজের টাকা কেন্দ্রীয় সরকার দিচ্ছে না। তারই বিরুদ্ধে প্রতিবাদে আমরা পথে নেমেছি।” প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের গ্রেপ্তারি বিজেপির চক্রান্ত ছাড়া আর কিছু নয় বলেও দাবি রথীনের।
[আরও পড়ুন: লক্ষ্মীপুজোর হাট চলাকালীন ধূপগুড়ি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই বেশিরভাগ সামগ্রী]
জ্যোতিপ্রিয়র গ্রেপ্তারির প্রতিবাদে বারাসতেও মিছিল করে তৃণমূল। বিধায়ক নারায়ণ গোস্বামীর নেতৃত্বে চাঁপাডালি থেকে কলোনি মোড় পর্যন্ত মিছিল করলেন নেতা-কর্মীরা। সাধারণ মানুষের নজর ঘোরাতে জ্যোতিপ্রিয়কে গ্রেপ্তার করা হয়েছে বলেই দাবি স্থানীয় বিধায়কের।
গোবরডাঙায় মিছিল করেন স্থানীয় পুরসভার চেয়ারম্যান শংকর দত্তের। রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রীকে নির্দোষ বলেই দাবি করেন তিনি।
তৃণমূলের এই মিছিলকে তীব্র কটাক্ষ বিজেপির।
[আরও পড়ুন: পাতায় পাতায় বিপুল লেনদেনের হিসাব! আর কী রয়েছে জ্যোতিপ্রিয়র নাম লেখা ‘মেরুন ডায়েরি’তে?]
দেখুন ভিডিও: