রঞ্জন মহাপাত্র, কাঁথি: তৃণমূলের বিরুদ্ধে স্ট্রংরুম দখলের অভিযোগ। তার প্রতিবাদে বিক্ষোভ বিজেপির। পরিস্থিতি সামাল দিতে গিয়ে বিজেপি ও পুলিশের মধ্যে সংঘর্ষ। কার্যত রণক্ষেত্রের চেহারা নিল পূর্ব মেদিনীপুরের এগরা দু’নম্বর ব্লকের বালিঘাই হাইস্কুল চত্বর।
ভোটের (WB Panchayat Election 2023) পর এগরা দু’নম্বর ব্লকের বালিঘাই হাইস্কুলে স্ট্রংরুম তৈরি করা হয়। ওই স্ট্রংরুমেই রাখা রয়েছে ব্যালট। বিজেপির অভিযোগ, রবিবার গভীর রাতে তৃণমূল কর্মীরা স্ট্রংরুমে ঢোকে। স্ট্রংরুমে ঢুকে তৃণমূল ব্যালট বাক্সে কারচুপি করছে বলেও অভিযোগ। সেই ব্যবস্থা পুলিশই করে দেয় বলেই অভিযোগ। বিজেপি কর্মীদের দাবি, তাঁদের স্ট্রংরুমে ঢুকতে বাধা দেওয়া হচ্ছে।
[আরও পড়ুন: পাঁচশো-হাজার ‘ঘুষে’ই মেট্রোর লাখো টাকার লোহা-তামা চুরি! গ্রেপ্তার ৩ নিরাপত্তারক্ষী]
এগরা দু’নম্বর ব্লকের বালিঘাই হাইস্কুলে স্ট্রং রুমের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপি কর্মীরা। খবর পেয়ে আরও বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। পুলিশকে লক্ষ্য করে শুরু হয় ইটবৃষ্টি। বেশ কয়েকজন ঊর্দিধারী অল্পবিস্তর জখম হন। পরিস্থিতি সামাল দিতে বাধ্য হয়ে লাঠিচার্জ করে পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা। স্ট্রংরুমে নিরাপত্তা আরও আঁটসাঁট করা হয়েছে।