shono
Advertisement

WB Panchayat Poll: নওশাদ সিদ্দিকিকে ‘অশান্ত’ ভাঙড়ে ঢুকতে দিল না পুলিশ, দীর্ঘক্ষণ রাজারহাটে আটকে ISF বিধায়ক

গাড়িতেই বসে বিধায়ক।
Posted: 10:50 AM Jul 14, 2023Updated: 12:11 PM Jul 14, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিজের এলাকা ভাঙড়ে যেতে বাধা বিধায়ক নওশাদ সিদ্দিকিকে। রাজারহাটে আটকে দেওয়া হল তাঁকে। বেশ কিছুক্ষণ ধরে গাড়িতেই বসে বিধায়ক। ঘটনাস্থলে প্রচুর পুলিশ। 

Advertisement

ভাঙড় যে ভাঙড়েই রয়েছে, পঞ্চায়েত ভোটে ফের তা প্রমাণিত হয়ে গিয়েছে। কার্যত প্রতিদিন অশান্তি হয়েছে এলাকায়। মুড়িমুড়কির মতো বোমাবাজি হয়েছে। গিয়েছে প্রাণও। পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ায় ভাঙড়ের নির্দিষ্ট এলাকায় ১৪৪ ধারা জারি করেছে পুলিশ। ভাঙড়ের প্রবেশ পথে নাকা পয়েন্ট করা হয়েছে। নির্দিষ্ট কয়েকজন ছাড়া আপাতত ভাঙড়ে প্রবেশের অনুমতি নেই কারও। শুক্রবার সকাল ১০ টা বেজে ১৫ মিনিট নাগাদ ভাঙড়ে যাওয়ার পথে রাজারহাটে পুলিশি বাধার মুখে বিধায়ক নওশাদ সিদ্দিকি। পুলিশ অফিসার ইন্দিরা মুখোপাধ্যায় আটকে দেন বিধায়ককে। সাফ জানান, তাঁকে যেতে দেওয়ার অনুমতি নেই।

[আরও পড়ুন: নন্দীগ্রামে হারের পরই ‘তাণ্ডব’ বিজেপির, মহিলা তৃণমূল কর্মীকে গাছে বেঁধে মার! বাড়ি ভাঙচুরের অভিযোগ]

ভাঙড়ের বিধায়ক হওয়া সত্ত্বেও তাঁকে এলাকায় যেতে না দেওয়াকে কেন্দ্র করে চাপা উত্তেজনা তৈরি হয়েছে। পুলিশের ব্যারিকেডের সামনে গাড়িতে অপেক্ষারত বিধায়ক। তাঁর অভিযোগ, অনৈকভাবে আটকানো হয়েছে। প্রশাসনের তরফে পরিকল্পনামাফিক তাঁকে আটকানো হচ্ছে। প্রশ্ন তোলেন, শওকত মোল্লা ভাঙড়ে অবাধ বিচরণ করতে পারলেও তিনি কেন এলাকায় প্রবেশের অনুমতিই পাচ্ছেন না। তাঁর অভিযোগ, রাতে পুলিশ ভাঙড়ে অত্যাচার করছে। ভাঙড়ে যাবেন, এই অবস্থানে অনড় বিধায়ক। পরবর্তীতে অন্য পথে ভাঙড়ে যাবেন? নাকি অন্য কোনও পদক্ষেপ করবেন, সেটাই দেখার। প্রসঙ্গত, এদিন ভাঙড়ে ভোট হিংসায় মৃত ও আহতদের পরিবারের সঙ্গে দেখার কথা ছিল নওশাদের।

 

[আরও পড়ুন:মুর্শিদাবাদে ভোট হিংসার বলি আরও ১, হাসপাতালে ৭ দিন লড়াইয়ের পর মৃত্যু তৃণমূল কর্মীর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement