shono
Advertisement

Breaking News

WB Panchayat Poll: ‘আপনার ভোটই আপনার সুরক্ষাকবচ’, নির্ভয়ে ভোটদানের আবেদন রাজ্যপালের

বহরমপুরে সাংবাদিক সম্মেলনে জনগণের ভোটাধিকার নিয়ে বার্তা দেন সি ভি আনন্দ বোস।
Posted: 08:18 PM Jul 07, 2023Updated: 08:22 PM Jul 07, 2023

কল্যাণ চন্দ, বহরমপুর: পঞ্চায়েত ভোটের (Panchayat Poll) আগে রাজ্যের বিভিন্ন প্রান্তে অশান্তির ঘটনা এবং সেসব নিয়ে রাজ্যপালের ‘অতিসক্রিয়তা’ নিয়ে সরব শাসকদল তৃণমূল। দলীয় নেতৃত্বের অভিযোগ, তাঁর এভাবে জেলায় জেলায় সফর, নিহতদের বাড়িতে গিয়ে দেখা করে তিনি সাংবিধানিক সীমা লঙ্ঘন করছেন। বিরোধীদের অক্সিজেন জোগাচ্ছেন বলে শুক্রবার অভিযোগ শোনা গিয়েছে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের গলায়। রাজ্যপাল প্রচার পেত এসব করছেন বলেও কটাক্ষ অনেকের। এদিন বহরমপুর থেকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সেসব সমালোচনার জবাব দিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস (C V Anand Bose)। বললেন, ”হ্যাঁ প্রচার। প্রচারের জন্যই আমি এসব করছি। জনগণের ভোটাধিকার সুরক্ষিত করার প্রচার, তাদের সচেতন করার প্রচার। আর এসব প্রচারের স্বার্থেই আমি নিজের কাজ করে যাব।” এরপর তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা বলেও বুঝিয়ে দিলেন, সংবিধান রক্ষায় তিনি কতটা তৎপর।

Advertisement

এদিন মুর্শিদাবাদের (Murshidabad) নবগ্রাম ও খড়গ্রামে নিহত দুই তৃণমূল কর্মীর বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে কথা বলেন। তাঁদের পাশে থেকে ন্যায়বিচার পাওয়ানোর আশ্বাস দেন। সেখান থেকে ফেরার পথে বহরমপুরে সাংবাদিকদের মুখোমুখি হন সি ভি আনন্দ বোস। সেখানেই সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ”সকলের কাছে আমার আবেদন, ভোটটা দিন নির্ভয়ে। বৃষ্টি হলে ভাববেন না যে ভোট দিতে যাব না। বরং ছাতা নিয়ে বেরন। ছাতা যেমন বৃষ্টি থেকে আপনাকে সুরক্ষা দেবে, তেমনই জানবেন আপনার ভোটও আপনার রক্ষাকবচ। তাই নির্ভয়ে ভোট দিতে যান।”

[আরও পড়ুন: সায়নী ঘোষকে টাকা দিয়েছেন? ঘনিষ্ঠ মহলে কী দাবি করলেন কুন্তল?]

রাজ্যপালের আরও বক্তব্য, ”যা ঘটছে, তার ইতি ঘটা দরকার। গণতন্ত্রে হিংসার কোনও জায়গা নেই। আমি আমার মতো করে সমস্ত প্রচেষ্টা চালিয়ে যাব।” তিনি আরও জানান, ”রাজভবনে অভিযোগ জানানোর জন্য পিস রুম খোলা হয়েছিল। কিন্তু ভোটের দিন পিস রুমে নয়, রাস্তায় থাকব।”

[আরও পড়ুন: ‘শত্রু’ পওয়ারের আগমনে অস্বস্তিতে মহারাষ্ট্রের বহু বিজেপি বিধায়ক! মানলেন খোদ ফড়নবিশই]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার