shono
Advertisement

ফের পিছোল পঞ্চায়েত মামলার শুনানি, মঙ্গলবার রায় ঘোষণার সম্ভাবনা

বোর্ড গঠন না হওয়ায় সমস্যার মুখে রাজ্য প্রশাসন৷ The post ফের পিছোল পঞ্চায়েত মামলার শুনানি, মঙ্গলবার রায় ঘোষণার সম্ভাবনা appeared first on Sangbad Pratidin.
Posted: 05:13 PM Aug 13, 2018Updated: 01:27 PM Aug 14, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  ঝুলেই রইল পঞ্চায়েতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৩৪ শতাংশ আসনে জয়ী প্রার্থীদের ভাগ্য৷ সোমবার ছিল পঞ্চায়েত মামলায় রায় ঘোষণা৷ এদিন শুনানির শুরুতে  রাজ্যের তরফে পঞ্চায়েতগুলিতে বোর্ড গঠনের আবেদন জানানো হয়৷ রাজ্যের আইনজীবী বলেন,  বোর্ড গঠন না হওয়ায় গ্রামবাংলায় উন্নয়নের কাজ থমকে যাচ্ছে৷ ব্যাহত হচ্ছে পঞ্চায়েত পরিষেবা৷ তবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১৬,৮১৪টি আসনে জয়ের প্রসঙ্গ উল্লেখ করেও উষ্মা প্রকাশ করে দেশের শীর্ষ আদালত৷ পালটা মামলাকারীদের তরফে ভিন্ রাজ্যের ভোটের উদাহরণ তুলে ধরা হয়৷ কোথাও এই মাত্রায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের কোনও নজির নেই বলেও উল্লেখ করা হয়৷ সবপক্ষের সওয়াল-জবাব শোনার পর সোমবার রায়দান স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি দীপক মিশ্র, বিচারপতি এএম খানউইলকর এবং বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে৷ মঙ্গলবার ফের এই মামলায় শুনানি হবে বলে জানা গিয়েছে৷

Advertisement

[চিনে তৈরি হচ্ছে ভারতীয় মুদ্রা? জাতীয় নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন]

গত ৬ আগস্ট, এই মামলার রায় দেওয়ার কথা ছিল শীর্ষ আদালতের। বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় ছুটিতে থাকায় শুনানি হয়নি। এদিকে রাজ্যের  পঞ্চায়েতগুলির মেয়াদ  ১৫ আগস্ট পর্যন্ত । তাই মঙ্গলবার সিদ্ধান্ত না হলে নতুন করে সংকট তৈরি হতে পারে৷ বোর্ড গঠন সম্ভব হবে না৷ সেক্ষেত্রে প্রশাসক বসিয়ে কাজ চালাতে হবে রাজ্য প্রশাসনকে। গত মে মাসে অনুষ্ঠিত পঞ্চায়েত ভোটে ৩৪ শতাংশ আসনে নির্বাচন হয়নি। বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন শাসকদলের প্রার্থীরাই। এই জযের বৈধতার প্রশ্নে সুপ্রিম কোর্টে মামলা করেছে বিরোধিরা।  মঙ্গলবার মামলার রায় ঘোষণা করবে শীর্ষ আদালত। আইনগতভাবে যে সমস্ত পঞ্চায়েতে অল্প সংখ্যক প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে এসেছেন, তাঁদের বাইরে রেখে নির্বাচনে জয়ীদের নিয়ে বোর্ড গঠন করা যায়। কিন্তু যেসব ক্ষেত্রে বেশির ভাগ প্রার্থীই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী, সেখানে বোর্ড গঠন করা অসম্ভব৷

[হাতঘড়ি নিয়ে বচসা, ফাঁস লাগিয়ে খুন নাবালককে]

এ বারের নির্বাচনে গ্রাম পঞ্চায়েতে মোট ৪৮,৬৫০টি আসনের মধ্যে ১৬,৮১৪টিতে বিনা লড়াইয়ে জিতেছে শাসক দল। পঞ্চায়েত সমিতির মোট ৯২১৭টি আসনের মধ্যে তৃণমূল বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছে ৩০৫৯টি আসনে৷ জেলা পরিষদের মোট ৮২৫টির মধ্যে ২০৩টি আসনে কোনও লড়াই হয়নি। সোমবার শুনানিতে যা শুনে উষ্মা প্রকাশ করেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি দীপক মিশ্র।  বিরোধীদের অভিযোগ, তৃণমূলের সন্ত্রাসের জন্য তারা সব আসনে প্রার্থী দিতে পারেনি। সেই অভিযোগ অবশ্য খারিজ করে দিয়েছে শাসকদল। আদালতে মামলা চলছে। বিনা প্রতিদ্বন্দ্বিতা জেতা আসনে এখনও গেজেট বিজ্ঞপ্তি জারি করা যায়নি৷

[জেএনইউ-র বিতর্কিত ছাত্র নেতা উমর খালিদের উপর বন্দুকবাজের হামলা]

The post ফের পিছোল পঞ্চায়েত মামলার শুনানি, মঙ্গলবার রায় ঘোষণার সম্ভাবনা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement