shono
Advertisement
Damodar Valley Corporation

না জানিয়ে জল ছাড়ার প্রতিবাদ, ডিভিসির সদস্যপদ থেকে ইস্তফা রাজ্যের দুই প্রতিনিধির

ডিভিসির কমিটি থেকে প্রতিনিধি তুলে নেওয়ার কথাও প্রধানমন্ত্রীকে দেওয়া চিঠিতে আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
Published By: Subhankar PatraPosted: 01:51 PM Sep 22, 2024Updated: 03:25 PM Sep 22, 2024

গৌতম ব্রহ্ম: দামোদর ভ্যালি কর্পোরেশন বোর্ডের সদস্যপদ থেকে পদত্যাগ করলেন রাজ্যের বিদ্যুৎ দপ্তরের সচিব শান্তনু বসু। সরে গিয়েছেন সেচ দপ্তরের প্রধান ইঞ্জিনিয়ারও। ডিভিসির কমিটি থেকে প্রতিনিধি তুলে নেওয়ার কথা প্রধানমন্ত্রীকে দেওয়া চিঠিতে আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisement

রাজ্যের একাধিক জেলায় বন্যায় ভাসছে। এই বন্যা 'ম্যান মেড' বলে ডিভিসিকে আগেই তোপ দেগেছেন মুখ্যমন্ত্রী। ডিভিসির ভূমিকায় তিনি ক্ষুব্ধ তা প্রকাশ্যে জানিয়েছিলেন। শনিবারই তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দ্বিতীয় চিঠিতে জানিয়েছিলেন, কেন্দ্রের আচরণের প্রতিবাদে ডিভিসির কমিটি থেকে রাজ্যের প্রতিনিধি প্রত্যাহার করে নিচ্ছেন। তার পরই এদিন রবিবার বোর্ড এবং কমিটি থেকে ইস্তফা দিলেন রাজ্যের দুই শীর্ষ আধিকারিক। ডিভিসি বোর্ড থেকে সরে গিয়েছেন পশ্চিমবঙ্গের বিদ্যুৎ দপ্তরের সচিব শান্তনু বসু। ডিভিসির কমিটি থেকে ইস্তফা দিয়েছেন রাজ্যের প্রতিনিধি তথা সেচ দপ্তরের প্রধান ইঞ্জিনিয়ারও।

ডিভিসির চেয়ারম্যানকে দেওয়া ইস্তফা পত্রের চিঠিতে বিদ্যুৎ দপ্তরের সচিব লিখেছেন, 'ডিভিসির বোর্ড থেকে পশ্চিমবঙ্গের সদস্য হিসাবে ইস্তফা দিচ্ছি। দুই জালাধার থেকে যেভাবে জল ছাড়া হয়েছে তার জেরে পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ এলাকার মানুষ দুর্ভোগে পড়েছেন। তার প্রতিবাদে আমি পদত্যাগ করছি।" প্রধান ইঞ্জিনিয়ার লেখেন,"ডিভিসি থেকে অপরিকল্পতি ভাবে জল ছাড়া হয়েছে। আমি পশ্চিমঙ্গের প্রতিনিধি হিসাবে পদ থেকে পদত্যাগ করলাম।"

নিম্নচাপের জেরে রাজ্যের একাধিক জায়গায় বৃষ্টি হয়েছে। তার পরই ডিভিসির পাঞ্চেত ও মাইথন বাঁধ থেকে জল ছাড়ে ডিভিসি। বন্যায় ভেসে যায় রাজ্যের পশ্চিম মেদিনীপুর, হুগলি, হাওড়া, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানের বিস্তীর্ণ এলাকা। ডিভিসির ভূমিকা নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লেখেন মমতা। সেই চিঠির জবাবে, কেন্দ্রের জল শক্তিমন্ত্রী জানান, পশ্চিমবঙ্গের প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা করেই জল ছাড়া হয়েছে। মমতা দ্বিতীয় চিঠিতে প্রধানমন্ত্রীকে জানান, 'কেন্দ্রের বক্তব্য ঠিক নয়। অনেক সময়েই রাজ্যের সম্মতি ছাড়া জল ছাড়া হয়। কেন্দ্রীয় জল কমিশন এবং জলশক্তি মন্ত্রকই এ ক্ষেত্রে সমস্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলি নিয়ে থাকে। রাজ্যের অনুরোধও শোনা হয় না।' সেই চিঠিতেই তিনি প্রতিনিধি সরিয়ে নেওয়ার কথা বলেন। তার পরই শীর্ষকর্তাদের পদত্যাগ। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • দামোদর ভ্যালি কর্পোরেশনের বোর্ডের সদস্যপদ থেকে পদত্যাগ করলেন রাজ্যের পাওয়ার সচিব শান্তনু বসু।
  • সরে গিয়েছেন সেচ দপ্তরের প্রধান ইঞ্জিনিয়ারও।
  • ডিভিসির কমিটি থেকে প্রতিনিধি তুলে নেওয়ার কথা প্রধানমন্ত্রীকে দেওয়া চিঠিতে আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
Advertisement