shono
Advertisement

নিজেদের পিঠেই বেত্রাঘাত! অভিনব প্রতিবাদ প্রাথমিকের চাকরিপ্রার্থীদের

বঞ্চনার বিরুদ্ধে অবস্থান বিক্ষোভের ৫০০ তম দিনেও রাস্তায় তাঁরা।
Posted: 06:49 PM Jan 14, 2024Updated: 06:56 PM Jan 14, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রাথমিক শিক্ষক (Primary Teachers) পদে চাকরি হতেও হতেও হয়নি। তাঁদের স্টেটাস এখন ‘নট ইনক্লুডেড’। নিজেদের ন্যায্য অধিকারের দাবিতে পথে নেমেছেন চাকরিপ্রার্থীরা। ধর্মতলায় (Esplanade) মাতঙ্গিনী হাজরার পাদদেশে প্রাথমিক শিক্ষক পদে চাকরিপ্রার্থীদের সেই বিক্ষোভ আজ ৫০০ দিনে পড়ল। আর এই দিনে তাঁরা অভিনব প্রতিবাদ দেখালেন। মুখে কালি মেখে, নিজেদের বেল্ট দিয়ে নিজেদেরই আঘাত করে বোঝাতে চাইলেন দুর্দশার কথা।

Advertisement

নিজেদের পিঠে বেত্রাঘাত করে যন্ত্রণার কথা তুলে ধরেন প্রতিবাদীরা। নিজস্ব চিত্র।

২০১৪ সালের চাকরিপ্রার্থী তালিকায় ‘নট ইনক্লুডেড’ যাঁরা, তাঁরাই অধিকারের দাবিতে আন্দোলনে (Protest) ৫০০তম দিনে পড়ল। তাঁদের দাবি, অবিলম্বে নিয়োগের বিষয়ে রাজ্য সরকারকে সদর্থক ভূমিকা পালন করতে হবে। রবিবার তাঁরা মুখে কালো কালি মেখে যন্ত্রণার কথা তুলে ধরলেন প্ল্যাকার্ড, ব্যানারের মধ্যে দিয়ে। তবে শুধু এটাই নয়। প্রতিবাদে অভিনবত্ব অন্যত্র। নিজেদের পিঠে আঘাত করে, আহত হয়ে প্রকাশ করতে চাইলেন দুর্দশার কথা।

[আরও পড়ুন: সন্তানশোক দূর অস্ত, স্বামীর মুখোমুখি হতেই তুমুল ঝগড়া সূচনার! হতবাক পুলিশও]

চাকরিপ্রার্থীদের একাংশের দাবি, দীর্ঘদিন তাঁরা রাস্তায় নেমে আন্দোলন করছে। তাঁরা যোগ্য চাকরিপ্রার্থী হিসেবে পরীক্ষায় উত্তীর্ণ হয়েও চাকরি থেকে বঞ্চিত। কবে পাবেন সেই চাকরি (Job)?এই প্রশ্নের উত্তর জানা নেই। সরকারের কাছে বার বার অনুরোধ করেও কোনও আশা মেলেনি বলে অভিযোগ। তাই রবিবার, আন্দোলনের ৫০০ তম দিনে মাতঙ্গিনী হাজরার পাদদেশে রক্ত দিয়ে, নিজেদের আঘাত করে বঞ্চনার কথা তুলে ধরেন।

[আরও পড়ুন: OBC সম্প্রদায়কে অপমান রামদেবের! বিতর্কে জড়িয়ে কী সাফাই যোগগুরুর?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement