নব্যেন্দু হাজরা: হেপাটাইটিস বি প্রতিরোধে বড়সড় সাফল্য বাংলার। সাম্প্রতিক সমীক্ষায় উঠে এল এমনই তথ্য। পরিসংখ্যান তুলে ধরে এই কর্মসূচিতে যুক্ত সকলকে অভিনন্দন জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
হেপাটাইটিস বি সংক্রমণ রুখতে ২০২২ সালে গণহারে টিকাকরণ কর্মসূচি গ্রহণ করে রাজ্য সরকার। সর্বত্র ও সর্বস্তরে প্রসূতি ও সদ্যোজাতদের টিকা দেওয়া হয়। সুফল মিলল তারই। সম্প্রতি ভারতবর্ষে প্রথমবার হেপাটাইটিস কন্ট্রোল প্রোগাম হয়। ৫ বছরের নিচের শিশুদের মধ্যে হেপাটাইটিস সংক্রমণ সংক্রান্ত তথ্য খতিয়ে দেখা হয়। সমীক্ষা বলছে, পশ্চিমবঙ্গের সফলতার হার অত্যন্ত ভালো। তা রাজ্য সরকারেরই এই গণ টিকাকরণের ফল, তা বলাই বাহুল্য।
WHO-এর (বিশ্ব স্বাস্থ্য সংস্থা) নিয়ম অনুযায়ী, হেপাটাইটিস বি নিয়ন্ত্রণের মানদণ্ড হল ০.১ শতাংশের কম বা সম সংক্রমণের ব্যাপকতার হার। সাম্প্রতিক জাতীয় সমীক্ষায় দেখা যায়, পশ্চিমবঙ্গে সংক্রমণের ব্যাপকতার হার ০.০৭%। যা রাজ্যের হেপাটাইটিস বি প্রতিরোধে সার্থকতার ইঙ্গিত। মুখ্যমন্ত্রীর কথায়, "প্রত্যাশিত মাত্রার চেয়ে আমাদের সাফল্য বেশি ভালো। আগামিদিনে এই কর্মসূচি আরও দৃঢ়ভাবে পালন করা হবে। যাতে রাজ্যের প্রাদুর্ভাব নির্মূল হয়।" এই কর্মসূচিতে যুক্ত সকলকে অভিনন্দন জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমজনতাকে আরও সতর্ক হওয়ার পরামর্শও দেন তিনি।