নিরুফা খাতুন: বুধবার জামাইষষ্ঠী। তার আগে নানা পরিকল্পনা করছেন অনেকেই। তবে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বুধবার থেকে বদলাতে পারে আবহাওয়া(WB Weather Update)। হতে পারে ঝড়বৃষ্টি। যার ফলে জামাইষষ্ঠীর আনন্দ মাটি করতে পারে বৃষ্টি।
আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, উত্তরবঙ্গে তড়িঘড়ি বর্ষা ঢুকে পড়লেও আপাতত থমকে। গত ৩১ মে থেকে একই জায়গায় অবস্থান করছে মৌসুমী অক্ষরেখা। সপ্তাহের শেষে উত্তরবঙ্গ থেকে দক্ষিণে মৌসুমী বায়ু আসার সম্ভাবনা। দক্ষিণবঙ্গে আপাতত জেলায় জেলায় চরম গরম ও অস্বস্তি বজায় থাকবে। দুদিনে এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তেও পারে। সোম ও মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। কলকাতায় সোমবার সকালের সর্বনিম্ন তাপমাত্রা ৩০.৪ ডিগ্রি সেলসিয়াস। রবিবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৩৫.৪ ডিগ্রি। এক রাতে তাপমাত্রা বাড়ল প্রায় ৪ ডিগ্রি।
[আরও পড়ুন: মুর্শিদাবাদে শুটআউট, দুষ্কৃতীদের গুলিতে ঝাঁজরা তৃণমূল কর্মী]
বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৫৫ থেকে ৮৫ শতাংশ। পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং বাঁকুড়ার মতো ৪টি জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। বুধবার থেকে আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা। বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সব জেলাই ভিজতে পারে। ৩০-৪০ কিলোমিটার বেগে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। বুধবার পর্যন্ত চলবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। ভিজতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার। ভারী বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে।
শুধু বাংলাই নয়। পুড়ছে ভিনরাজ্যও। ৪৫ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা হতে পারে দিল্লিতে। উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, হরিয়ানা, বিহার এবং গুজরাটের কিছু অংশেও ৪২-৪৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছতে পারে তাপমাত্রার পারদ। তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে মধ্যপ্রদেশে, ঝাড়খণ্ড, বিহার, ওড়িশা, পাঞ্জাব, হরিয়ানা, জম্মু-কাশ্মীর, লাদাখ, মোজাফফরাবাদ ও হিমাচল প্রদেশে।