সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এদেশে ৮২ শতাংশ হিন্দু রয়েছে। যা বুঝিয়ে দেয় ভারত একটি হিন্দু রাষ্ট্র (Hindu Rashtra)। মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও কংগ্রেস সাংসদ কমল নাথ (Kamal Nath)। তাঁর মতে এটা একেবারে তর্কাতীত এক সত্যি। তথ্য সেদিকেই ইঙ্গিত করছে। স্বঘোষিত ধর্মগুরু ধীরেন্দ্র শাস্ত্রীর ‘স্তুতি’ করে বিতর্কে জড়িয়েছেন কমল নাথের ছেলে। এই পরিস্থিতিতে এমন কথা বলতে শোনা দেল বর্ষীয়ান রাজনীতিককে।
এর আগে কমল নাথের ছেলে নকুল কমল নাথ বাগেশ্বর ধামের প্রধান পুরোহিত ধীরেন্দ্র শাস্ত্রীকে স্বাগত জানিয়ে বিতর্কে জড়িয়েছিলেন। বর্ষীয়ান আরজেডি নেতা শিবানন্দ তিওয়ারির অভিযোগ, কমল-পুত্র যে ধর্মগুরুর হয়ে প্রশস্তি গাইছেন, তিনি সব সময় এই দেশকে হিন্দু রাষ্ট্র হিসেবে গড়ে তোলার দাবি তোলেন। তাঁকে বলতে শোনা যায়, ”আমরা শাস্ত্রীর বিরোধিতা করছি ওঁর হিন্দুত্বের এজেন্ডার জন্য। আমাদের দেশ সংবিধানে চলে, কোনও অন্য আদর্শে নয়। রাজনৈতিক ফায়দা তুলতে আমরা কি এত নিচে নামতে পারি?”
[আরও পড়ুন: শাহরুখের বদলে ‘ডন ৩’ ছবিতে রণবীর সিং! ফারহানের ঘোষণায় চাঞ্চল্য, ক্ষিপ্ত নেটিজেনরা]
এই কটাক্ষের জবাব দিতে গিয়ে কমল নাথ ছেলের পাশে দাঁড়িয়ে মন্তব্য করেছেন, ”তথ্য থেকে জানা যাচ্ছে, এদেশে হিন্দু রয়েছে ৮২ শতাংশ। ভারত যে হিন্দু রাষ্ট্র হয়ে গিয়েছে তাতে কোনও সন্দেহ নেই। ” প্রসঙ্গত, কমল নাথের ছেলে শিবানন্দ সম্পর্কে বলতে গিয়ে দাবি করেছিলেন, ”এ আমাদের পরম সৌভাগ্য যে, গুরুদেবের পা চিন্দওয়াড়ার পবিত্র ভূমিতে পড়ল।” এই মন্তব্যকে ভালভাবে নেয়নি আরজেডি। সদ্য গড়া বিরোধী জোট INDIA’র দুই সদস্য দলের মধ্যে এই ইস্যুকে কেন্দ্র করে বিতর্ক তৈরি করল এবং বিরোধী ঐক্য নিয়েও প্রশ্ন তুলে দিল। এমনই মনে করছে ওয়াকিবহাল মহলের একাংশ।