shono
Advertisement

প্রচারের শুরুতেই বাক্যবাণে রাহুলকে বিঁধলেন মোদি

মোদির লক্ষ্য কখনও কংগ্রেসের পরিবারতন্ত্র তো কখনও দুর্নীতি। The post প্রচারের শুরুতেই বাক্যবাণে রাহুলকে বিঁধলেন মোদি appeared first on Sangbad Pratidin.
Posted: 05:22 PM May 01, 2018Updated: 05:37 PM May 01, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্কঃ কর্নাটক বিধানসভা নির্বাচনে প্রচারের প্রথম দিন থেকেই ঝড় তুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কটাক্ষ, সমালোচনায় একের পর এক তিরে বিদ্ধ করলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী এবং কর্নাটকের বর্তমান মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়াকে। কখনও মোদির লক্ষ্য ছিল পরিবারতন্ত্র তো কখনও দুর্নীতি।

Advertisement

মঙ্গলবার কর্নাটকে ভোট প্রচারের শুরুতেই কংগ্রেস গড়ে হামলা চালায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সান্তেমারাহাল্লির মতো কংগ্রেসের খাসতালুকে প্রথমেই তিনটি জনসভায়ত যোগ দিয়েছিলেন তিনি। এরপরে যোগ দিয়েছিলেন চামরাজনগরের সভাতে। সেখানে বিজেপির সমর্থনে জন সমাগম দেখে আপ্লুত হয়ে গিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদি। তিনি জানান, ‘আমরা একদিন বিজেপির সমর্থনে স্রোত দেখেছিলাম, তবে এখানে বিজেপির সমর্থনে ঝড় উঠছে।’ এরপরেই মোদির বক্তৃতা বাঁক নেয় কংগ্রেসের সমালোচনার দিকে। মাত্র পনেরো মিনিট তাঁর সঙ্গে বিতর্কের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আহ্বান জানিয়েছিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। তারও কটাক্ষ ভরা জবাব দিয়েছেন মোদি। রাহুল গান্ধী তথা কংগ্রেস নামে বিশ্বাস করে, কিন্তু বিজেপি কাজে বিশ্বাস করে বলে কটাক্ষ করেছেন প্রধানমন্ত্রী।

তাঁর বক্তৃতায় কর্নাটকের বর্তমান মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়াকে দুর্নীতি ইস্যুতে খোঁচা দিতে ছাড়েননি মোদি। এরপরেই কংগ্রেসের পরিবারতন্ত্রকে সরাসরি টার্গেট করেছিলেন নমো। প্রমাণ স্বরূপ কর্নাটক নির্বাচনে কংগ্রেসের পাঁচজন শীর্ষ নেতা ও তাদের ছেলে অথবা মেয়ের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার বিযয়টি সকলের সামনে এনেছিলেন তিনি। সূত্রের খবর, দলকে পরিবারতন্ত্র থেকে মুক্ত রাখার জন্যই বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ইয়েদ্দুরাপ্পার ছেলেকেও নির্বাচনে লড়াইয়ের টিকিট দেয়নি বিজেপির শীর্ষ নেতৃত্ব।

কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী বিএস ইয়েদ্দুরাপ্পাকে দুর্নীতি ইস্যুতে নিয়ে তোপ দেগেছিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। তারপর থেকেই রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছিল, মঙ্গলবার প্রধানমন্ত্রীর সঙ্গে এক সভামঞ্চে নাও দেখা যেতে পারে ইয়েদ্দুরাপ্পাকে। তবে আদতে তা হয়নি। চলতি মাসের ১২ তারিখে অনুষ্ঠিত হতে চলেছে কর্নাটকের বিধানসভা নির্বাচন। ২২৪ আসন বিশিষ্ট বিধানসভায় হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে বিজেপি ও কংগ্রেসের মধ্যে। তবে জনমত সমীক্ষায় উঠে এসেছে কোনও দলই সেখানে একক সংখ্যাগরিষ্ঠ সরকার গড়তে পারবে না। সেক্ষেত্রে তাদের সাহায্য নিতে হবে প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেবেগৌড়ার জনতা দলের।

The post প্রচারের শুরুতেই বাক্যবাণে রাহুলকে বিঁধলেন মোদি appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement