সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাঁদের দোষ বলতে কী একটাই যে তাঁরা ভারতীয়? আর এই কারণেই বেঘোরে প্রাণ হারালেন ভারতীয় ইঞ্জিনিয়ার শ্রীনিবাস কুচুভোতলা৷ ‘আমার দেশ থেকে বেরিয়ে যাও’ বলেই নির্বিচারে চালিয়ে দেওয়া হল গুলি৷
এদিন দুর্ঘটনায় মৃত শ্রীনিবাসের স্মরণে ক্যানসাসে জড়ো হয়েছিলেন প্রবাসী ভারতীয়রা৷ তাঁদের সঙ্গে যোগ দেন বহু মার্কিনিও৷ শ্রীনিবাসের স্মৃতির উদ্দেশ্যে সেখানে শোকসভার আয়োজন করা হয়েছিল৷ মোমবাতি জ্বালিয়ে শ্রীনিবাসকে স্মরণ করেন সেখানে উপস্থিত ব্যক্তিরা৷ শ্রীনিবাসের সহকর্মী আলোক মাদাসানিও এদিন শোকসভায় উপস্থিত ছিলেন৷ প্রসঙ্গত, দুর্ঘটনার দিন শ্রীনিবাসের সঙ্গে হাজির ছিলেন তিনিও৷ শ্রীনিবাসের পাশাপাশি তাঁকে লক্ষ্য করেও গুলি চালিয়েছিল দুষ্কৃতী৷ কিন্তু অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছিলেন আলোক৷
(বেজায় ক্ষুব্ধ ট্রাম্প, বাতিল উত্তর কোরিয়ার আধিকারিকদের ভিসা)
এদিন আলোক বলেন, “একটাই অনুরোধ আমাদের বৈচিত্র্যকে সহিষ্ণুতার সঙ্গে মেনে নিন এবং মানুষকে সম্মান করুন৷” প্রসঙ্গত, গত সপ্তাহে ক্যানসাসের একটি পাবে ৩২ বছরের শ্রীনিবাসের উপর গুলি চালায় অ্যাডাম পারিংটন নামের এক ব্যক্তি৷ শ্রীনিবাসের সঙ্গে সেখানেই উপস্থিত ছিলেন আলোক৷ অ্যাডাম দুই ভারতীয়কে লক্ষ্য করে এলোপাথারি গুলি চালাতে থাকলে ঘটনাস্থলেই মৃত্যু হয় শ্রীনিবাসের৷ জখম অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছিল আলোককে৷