shono
Advertisement

ভারতে চিতাদের বসবাসের উপযুক্ত পরিবেশ নেই, সতর্ক করছেন বিশেষজ্ঞরা

কুনোয় ৬টি চিতার মৃত্যু উদ্বেগ বাড়িয়েছে।
Posted: 03:35 PM Jun 01, 2023Updated: 03:36 PM Jun 01, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত মার্চ থেকে ধরলে এযাবৎ মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যানে মৃত্যু হয়েছে ৬টি চিতার (Cheetah)। এর মধ্যে রয়েছে তিনটি শাবক। স্বাভাবিক ভাবেই পরপর এতগুলি মৃত্যুতে উদ্বেগ বাড়ছে। গত বছরের সেপ্টেম্বরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Modi) হাত ধরে সাড়ে সাত দশক পরে ভারতের মাটিতে পুনরাবির্ভাব ঘটেছিল চিতার। কিন্তু বছর ঘুরতে না ঘুরতে আশঙ্কা বাড়ছে পরপর চিতামৃত্যুতে। এই পরিস্থিতিতে বিশেষজ্ঞদের দাবি, ভারতে চিতার জন্য উপযুক্ত আবাসস্থল নেই।

Advertisement

‘ইন্ডিয়া টুডে সাউথ কনক্লেভে’ এই বিষয়ে বক্তব্য রাখতে দেখা গিয়েছে WWF ইন্ডিয়ার বৈজ্ঞানিক উপদেষ্টা এজেটি জনসিংকে। ঠিক কোন বিষয়ে উদ্বেগ তাঁর? বিশেষজ্ঞের মতে, ওই অঞ্চলে পর্যাপ্ত শিকার নেই। কেননা কুনোর বাস্তুতন্ত্রে চিতাবাঘেরও আধিক্য রয়েছে। এই পরিস্থিতিতে তাই চিতাদের জন্য শিকারের ঘাটতি হচ্ছে। জনসিংয়ের কথায়, ”দুর্ভাগ্যজনক ভাবে, আমাদের এখানে চিতাদের জন্য উপযুক্ত আবাসস্থলই নেই। কুনো অংশত পার্বত্য, অংশত অরণ্যে ঢাকা। শিকারের সংখ্যা কম এই অতিরিক্ত তাপমাত্রায়। ওদিকে নামিবিয়ায় এখন শীতকাল।”

[আরও পড়ুন: বন্দে ভারতের পর আরও বড় চমক ভারতীয় রেলের! রেলমন্ত্রীর টুইটে বাড়ছে আগ্রহ]

পাশাপাশি প্রবল গরমেও চিতারা বিপণ্ণ হচ্ছে বলে মত তাঁর। এই অবস্থায় চিতাদের বসবাসের পরিবেশ অনুকূল করে তুলতে ওই এলাকায় চিতার শিকারের সংখ্যা বাড়ানো দরকার বলেই জানাচ্ছেন WWF উপদেষ্টা।

[আরও পড়ুন: বাংলায় বাড়ছে পদোন্নতির সুযোগ, মুখ্যমন্ত্রীর ঘোষণায় খুশি সরকারি কর্মীরা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement