সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জম্মু ও কাশ্মীরের (Jammu and Kashmir) রাজৌরিতে সেনা অভিযানে শহিদ হয়েছেন পাঁচ সেনা জওয়ান। খতম করা গিয়েছে দুই জঙ্গিকে। বুধবার সকাল থেকে শুরু করে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত চলেছে গুলির লড়াই। শহিদ জওয়ানদের উদ্দেশে শ্রদ্ধাজ্ঞাপন করেছেন মাহিন্দ্রা গ্রুপের চেয়ারম্যান ও শিল্পপতি আনন্দ মাহিন্দ্রা। সেই সঙ্গে সকলকে মনে করিয়ে দিয়েছেন, সকলে যখন ক্রিকেট খেলা কিংবা উৎসব পালনে ব্যস্ত থাকেন, তখন সেনা জওয়ানরা দুর্দম সাহসে শত্রুর মোকাবিলা করেন।
ঠিক কী লিখেছেন, ‘দেখতে হবে এটা কেবল পরিসংখ্যানমাত্র হয়ে যেন না থাকে। আমাদের মতো কোটি কোটি মানুষ যখন ক্রিকেট ম্যাচ, শেয়ার বাজার, উৎসব ইত্যাদিতে মেতে থাকি, সেই সময় নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে জওয়ানরা যেভাবে আমাদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করেন, তা করতে অসামান্য সাহস লাগে।’
[আরও পড়ুন: সিঙ্গল বেঞ্চের পর ডিভিশন বেঞ্চেও ধাক্কা, ধর্মতলায় শাহের সভার অনুমতি দিল হাই কোর্ট]
প্রসঙ্গত, রাজৌরির কালাকোট জঙ্গলে ঘাঁটি গেঁড়েছিল জঙ্গিরা। তাদের সঙ্গে সেনা জওয়ানদের গুলির লড়াই শুরু হয় বুধবার। লড়াইয়ে খতম হয় দুই জঙ্গি। তাদের একজন আইইডি বিশেষজ্ঞ। স্নাইপার প্রশিক্ষণও ছিল তার। পাহাড়ে গুহায় লুকিয়ে কাজ চালাচ্ছিল সে। গত এক বছর ধরে রাজৌরি-পুঞ্চ সেক্টরে আত্মগোপন করেছিল ওই জঙ্গি। ডাংরি ও কান্দিতে হামলার সঙ্গেও সে জড়িত ছিল বলে খবর। পাশাপাশি এনকাউন্টারে শহিদ হয়েছ পাঁচ জওয়ান।