shono
Advertisement
Tamil Nadu

সাসপেন্ড করেছিল স্কুল, রাগে মাস্ক পরে ক্লাসে ঢুকে সহপাঠী ও শিক্ষককে কোপাল পড়ুয়া!

ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত।
Published By: Suchinta Pal ChowdhuryPosted: 08:31 PM Jul 30, 2024Updated: 08:31 PM Jul 30, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্লাসে ঝামেলা করায় সাসপেন্ড করেছিল স্কুল কর্তৃপক্ষ। সেই রাগে মাস্ক পরে স্কুলে ঢুকে ছুরি নিয়ে হামলা চালায় ওই পড়ুয়া! তার ছুরির এলোপাথাড়ি কোপে আহত হয়েছে এক সহপাঠী ও শিক্ষক। হাসপাতালে চিকিৎসা চলছে দুজনের। তবে ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত।

Advertisement

জানা গিয়েছে, সোমবার ঘটনাটি ঘটে তামিলনাড়ুর ত্রিচির শ্রীরঙ্গম বিদ্যালয়ে। অভিযুক্ত ওই স্কুলের দ্বাদশ শ্রেণির বিজ্ঞান শাখায় পড়াশোনা করে। পুলিশ সূত্রে খবর, এদিন দুপুর সাড়ে ৩টে নাগাদ মাস্ক পরে ক্লাসে ঢুকে পড়ে। তার পরই পকেট থেকে ছুরি বের এক সহপাঠীকে কোপাতে শুরু করে। ওই পড়ুয়াকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন শিবকুমার নামে এক শিক্ষকও। মাথায় ছুরির আঘাত লাগে তাঁর। কিন্তু সেখান থেকে পালিয়ে যায় অভিযুক্ত।

[আরও পড়ুন: ফের দুর্ঘটনার কবলে রেল, লাইনচ্যুত হাওড়া-মুম্বই এক্সপ্রেসের ১৮টি বগি, মৃত অন্তত ২]

এর পর দ্রুত আহত দুজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে স্কুল কর্তৃপক্ষ। এই ঘটনা প্রসঙ্গে ওই স্কুলের আরেক শিক্ষক জানান, "কয়েকদিন আগে স্কুলে কলা ও বিজ্ঞান বিভাগের পড়ুয়াদের মধ্যে ঝামেলা হয়। ফলে ওই ছাত্রটিকে সাসপেন্ড করা হয়েছিল।" অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করে তদন্তে নেমেছে পুলিশ। ওই পড়ুয়ার খোঁজে চলছে তল্লাশি।

[আরও পড়ুন: ওয়ানড় ধসে মৃতের সংখ্যা বেড়ে ৯৩, উদ্ধারকাজে নামল নৌসেনা ও বায়ুসেনা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ঘটনাটি ঘটে তামিলনাড়ুর ত্রিচির শ্রীরঙ্গম বিদ্যালয়ে। অভিযুক্ত ওই স্কুলের দ্বাদশ শ্রেণির বিজ্ঞান শাখায় পড়াশোনা করে।
  • পুলিশ সূত্রে খবর, এদিন দুপুর সাড়ে ৩টে নাগাদ মাস্ক পরে ক্লাসে ঢুকে পড়ে। তার পরই পকেট থেকে ছুরি বের এক সহপাঠীকে কোপাতে শুরু করে।
  • ওই পড়ুয়াকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন শিবকুমার নামে এক শিক্ষকও। মাথায় ছুরির আঘাত লাগে তাঁর।
Advertisement