shono
Advertisement

Weather Update: সপ্তাহান্তে রাজ্যের ৬ জেলায় বৃষ্টির পূর্বাভাস, কবে পড়বে ঠান্ডা?

জেনে নিন আবহাওয়ার আপডেট।
Posted: 10:12 AM Nov 02, 2023Updated: 12:37 PM Nov 02, 2023

নিরুফা খাতুন: ফের বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণবঙ্গ। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী সপ্তাহান্তে বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণবঙ্গের ৬টি জেলা। বৃষ্টির পর মেঘ কেটে গেলে আবারও নামতে পারে তাপমাত্রা।

Advertisement

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিন পূবের হাওয়া চলবে। ধীরে ধীরে পূবালি হাওয়ার প্রভাব বাড়বে। তার প্রভাবে বাড়বে জলীয় বাষ্প। সপ্তাহান্তে উপকূলের জেলাগুলিতে আংশিক মেঘলা আকাশ থাকবে। বৃহস্পতি ও শুক্রবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রামে বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গের বাকি জেলায় আংশিক মেঘলা আকাশ থাকবে। তবে বৃষ্টির সম্ভাবনা খুব কম।

[আরও পড়ুন: সম্পর্কের টানাপোড়েন নাকি অন্য কিছু? কলেজছাত্রীকে খুনের চেষ্টা যুবকের]

কলকাতায় আরও একটু বাড়ল রাতের তাপমাত্রা। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে খুব সকালে হালকা শীতের আমেজ থাকবে। তবে সারাদিন ও রাতের তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে। উধাও হবে শীতের আমেজ। আগামী শুক্রবার পর্যন্ত তাপমাত্রা এরকমই থাকবে। হেমন্তের আবহাওয়ায় তাপমাত্রা ওঠানামা করবে আগামী বেশ কিছুদিন।

বৃষ্টির পর মেঘ কেটে গেলে আগামী মঙ্গলবার থেকে আবারও তাপমাত্রা কমতে পারে বলতে ইঙ্গিত। উত্তরবঙ্গে ইতিমধ্যেই শীতের আমেজ অনেকটাই বেড়েছে। আপাতত সেখানে ভারী বৃষ্টির কোন সম্ভাবনা নেই। তবে বুধবার থেকে শুক্রবারের মধ্যে দার্জিলিং ও কালিম্পংয়ের কিছু এলাকায় দু-এক পশলা বৃষ্টি হতে পারে।

[আরও পড়ুন: বিচ্ছেদ হতেই প্রেমিকার ছবি বিকৃত করে সোশাল মিডিয়ায় পোস্ট! গ্রেপ্তার প্রেমিক-সহ ৩]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup অলিম্পিক`২৪ toolbarvideo শোনো toolbarshorts রোববার