নিরুফা খাতুন: ফের বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত। যার জেরে সপ্তাহান্তে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বৃষ্টির আশঙ্কার কথা জানাল হাওয়া অফিস। তবে উত্তরবঙ্গে আপাতত এ সপ্তাহে বৃষ্টির বিশেষ সম্ভাবনা নেই বলেই খবর।
হাওয়া অফিস সূত্রে খবর, শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলোর তাপমাত্রা সামান্য বাড়বে। বাতাসে জলীয়বাষ্প থাকায়, তাপমাত্রা বাড়লে আর্দ্রতাজনিত অস্বস্তিও ক্রমশ বাড়বে। বজ্রবিদ্যুৎ-সহ দু-এক পশলা হালকা বৃষ্টি হতে পারে কোনও কোনও জেলায়। শুক্রবারের পর থেকে বদলাতে শুরু করবে আবহাওয়া। শনিবার থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। শনি ও রবিবার বৃষ্টির সম্ভাবনা প্রায় সব জেলাতেই।
[আরও পড়ুন: Durga Puja WBTDCL Announcement: AC বাসে ঘুরে দেখুন বারোয়ারি থেকে বনেদি বাড়ির পুজো, ৩টি প্যাকেজ ঘোষণা পর্যটন দপ্তরের]
উত্তরবঙ্গের পার্বত্য এলাকার পাঁচ জেলা তথা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ-সহ প্রবল বৃষ্টির সম্ভাবনা। শনিবার পর্যন্ত উত্তরবঙ্গে এই পরিস্থিতি বজায় থাকবে। এদিকে আগামী কয়েকদিন ভারী বৃষ্টির সম্ভাবনা আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে। বুধবার থেকে শুক্রবার পর্যন্ত প্রবল বৃষ্টির সতর্কতা আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে। বৃষ্টির সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। আগামী কয়েকদিন বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, তেলেঙ্গানা, কর্ণাটক, এবং মহারাষ্ট্রে।