সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনা (Coronavirus) পরিস্থিতিতে গত বছরের দুর্গাপুজো কেটেছে একেবারে অন্যরকম। গৃহবন্দি পুজোই কেটেছে বেশিরভাগ বাঙালির। চলতি বছরের পরিস্থিতিও তথৈবচ। করোনার একের পর এক ধাক্কায় বাড়ি থেকে বেরনো মানা। পুজোতেও ছবি বদলাবে কিনা, তা স্পষ্ট নয়। সে তো নয় গেল পুজোয় প্যান্ডেল হপিংয়ের কথা। কিন্তু পুজোর কেনাকাটি করতে কোনও বারণ নেই। শাড়ি পরতে ভালবাসলে এবার আপনার কালেকশনে হ্যান্ডলুম বেনারসি থাকতেই হবে। আবার তাতে যদি দেওয়া থাকে QR Code, তবে তো কথাই নেই।
শাড়িতে QR Code থাকার কথা পড়েই নিশ্চয় চমকে গিয়েছেন। ভাবছেন, এ কীভাবে সম্ভব? বিশ্বাস করুন অবাক হওয়ার দিন শেষ। কারণ, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজির মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে গবেষকদের দাবি, বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের একটি নতুন প্রযুক্তির মাধ্যমে হ্যান্ডলুম বেনারসিতে (Handloom Banarasi) বোনা থাকবে QR Code। শাড়িতে দেওয়া থাকবে সংস্থার লোগো, সিল্ক মার্ক। QR Code-এ থাকবে প্রস্তুতকারকের নাম। কোথায় শাড়িটি তৈরি হচ্ছে তাও QR Code-এই উল্লেখ থাকবে। এছাড়া ওই QR Code-এ শাড়ি উৎপাদনের তারিখও লেখা থাকবে।