সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২৮ মার্চ পর্যন্ত ইডি হেফাজতে থাকবেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। এই পরিস্থিতিতে তাঁকে বার্তা পাঠাল ‘ঠগবাজ’ সুকেশ চন্দ্রশেখর। ২০০ কোটি টাকার দুর্নীতি কাণ্ডে জড়িত চন্দ্রশেখর কেজরিওয়ালকে স্বাগত জানিয়েছে। তিহার জেলে কেজরিওয়ালকে আগাম স্বাগত জানিয়ে তার বার্তা, ”সত্য প্রকাশিত হয়েছে। আমি ওঁকে তিহার জেলে স্বাগত জানাব।” কেবল তাই নয়, কেজরিওয়াল নিয়ে সে মুখ খুলবে বলেও দাবি চন্দ্রশেখরের। তাকে বলতে শোনা গিয়েছে, ”আমি ওর সম্পর্কে সব ফাঁস করে দেব। সব প্রমাণ রয়েছে।”
উল্লেখ্য, ঠগবাজ সুকেশ চন্দ্রশেখরের (Sukesh Chandrasekhar) আর্থিক জালিয়াতি মামলায় সময় যত এগিয়েছে ততই সামনে এসেছে নিত্যনতুন তথ্য। জানা গিয়েছে, কেবল তারকাদেরই নয়, উঠতি নায়িকা ও মডেলদেরও ফাঁদে ফেলেছিল ওই ঠগবাজ। আপাতত তিহার জেলেই রয়েছে সে। আর সেখান থেকেই কেজরিওয়ালকে স্বাগত জানিয়েছে সে। উল্লেখ্য, একই ভাবে বিআরএস নেত্রী কে কবিতার গ্রেপ্তারির সময়ও তাঁকে স্বাগত জানিয়েছিল চন্দ্রশেখর। গত ১১ মার্চ গ্রেপ্তার হন ওই দক্ষিণী নেত্রী। তাঁর উদ্দেশে চন্দ্রশেখরের বক্তব্য ছিল, ”সত্যিটা সামনে এসেছে। আপনার কর্মফলই আপনার দিকে ফিরে আসছে।”
[আরও পড়ুন: ‘তিহার জেলে স্বাগত’, কেজরিওয়ালকে আগাম অভ্যর্থনা ‘ঠগবাজ’ সুকেশের]
বৃহস্পতিবার রাতে আবগারি দুর্নীতি মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে গ্রেপ্তার হয়েছিলেন আম আদমি পার্টির সুপ্রিমো। শুক্রবার রাউজ অ্যাভিনিউ আদালতে তোলা হয় তাঁকে। সেখানে ১০ দিনের জন্য কেজরিওয়ালকে হেফাজতে নেওয়ার অনুমতি চায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তবে ২৮ মার্চ পর্যন্ত কেজরির ইডি হেফাজত মঞ্জুর করেছে আদালত। এদিকে, দিল্লির মুখ্যমন্ত্রীর গ্রেপ্তারির পরই প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে রাজধানী। আগামী ২৬ মার্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবন ঘেরাও অভিযানের ডাক দিয়েছে আপ।