সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অষ্টম দফায় ভোট (West Bengal Assembly Election) দিলেন কাশীপুর-বেলগাছিয়া আসনের ভোটার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোট দিয়ে বেরিয়ে মহাগুরু বললেন, “এমন শান্তিপূর্ণ ভোট আগে হয়নি।” প্রত্যেককে ভোটাধিকার প্রয়োগের পরামর্শ দিলেন তিনি।
বিজেপিতে যোগ দানের পরই কাশীপুর-বেলগাছিয়ায় (Kashipur-Belgachia) বোনের বাড়ির ঠিকানায় ভোটার হন অভিনেতা মিঠুন চক্রবর্তী। তারপরই জল্পনা তৈরি হয়েছিল যে ওই কেন্দ্র থেকেই হয়তো বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি। কিন্তু শেষমেষ নির্বাচনী লড়াইয়ে শামিল হননি মিঠুন চক্রবর্তী। তবে জোরকদমে প্রচার (Campaign) চালিয়েছেন। জেলায় জেলায় একাধিক রোড- শো, সভা করেছেন।
[আরও পড়ুন:ভোটের ধাক্কায় ৪৮ ঘণ্টা উত্তর কলকাতায় বন্ধ টেস্টিং ও ভ্যাকসিন সেন্টার, টান টেস্ট কিটেও]
এসবের মাঝে দিন কয়েক আগে খবর ছড়িয়ে পড়েছিল যে, করোনা (CoronaVirus) আক্রান্ত হয়েছেন মহাগুরু। হোম আইসোলেশনে রয়েছেন তিনি। ফলে আদৌ তিনি ভোট দিতে পারবেন কি না, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছিল। যদিও আগেই মহাগুরুর পরিবারের তরফে জানানো হয়েছিল, করোনা সংক্রমণের তথ্য সম্পূর্ণ ভুয়ো। সুস্থ রয়েছেন মিঠুন। ২৯ এপ্রিল ভোটাধিকার প্রয়োগও করবেন তিনি। বৃহস্পতিবার সকাল ৭. ৫০ নাগাদ নিজের বুথে যান অভিনেতা। ভোট দেন তিনি। বেরিয়ে মুখোমুখি হন সাংবাদিকদের। বলেন, “এতটা শান্তিপূর্ণ ভোট আগে কখনও হয়নি।” সকলের উদ্দেশে ‘মহাগুরু’র বার্তা, ”ভালভাবে ভোট দিন, ওটা আপনার অধিকার।” প্রত্যেককে সকাল সকাল ভোটদানের কথাও বলেন তিনি।