shono
Advertisement

Breaking News

দেশকে পথ দেখাল পশ্চিমবঙ্গ, বিধানসভায় পাশ গণপিটুনি প্রতিরোধ বিল

বিজেপির দালাল বলে বামেদের আক্রমণ মুখ্যমন্ত্রীর৷ The post দেশকে পথ দেখাল পশ্চিমবঙ্গ, বিধানসভায় পাশ গণপিটুনি প্রতিরোধ বিল appeared first on Sangbad Pratidin.
Posted: 05:13 PM Aug 30, 2019Updated: 05:36 PM Aug 30, 2019

রাহুল চক্রবর্তী: বিধানসভায় পাশ হয়ে গেল গণপিটুনি প্রতিরোধ বিল৷ পরিকল্পনা মতোই শুক্রবার বিধানসভায় বিলটি পেশ করে রাজ্য সরকার৷ জবাবি ভাষণ দেন মুখ্যমন্ত্রী৷ বলেন, ‘‘গণপিটুনি মানবতার অবক্ষয়৷ রাজস্থান বিল আনলেও, তা পাশ করাতে পারেনি৷ সুপ্রিম  কোর্টের নির্দেশ মেনে আমরা করেছি৷ আজ গোটা দেশকে পথ দেখাল পশ্চিমবঙ্গ৷’’

Advertisement

[ আরও পড়ুন: নাইজেরীয় প্রেমিকের পাল্লায় পড়ে ৯ লক্ষ খোয়ালেন বাগুইআটির বধূ]

জানা গিয়েছে, জীবনের অধিকারকে সুনিশ্চিত করতে এবং ব্যক্তিগত স্বাধীনতা রক্ষার্থে, এই বিলটি আনে রাজ্য সরকার৷ বিলে অপরাধের মান অনুযায়ী শাস্তিকে তিন পর্যায়কে ভাগ করা হয়েছে৷ সূত্রের খবর, যেখানে শাস্তিস্বরূপ বলা হয়েছে, গণপিটুনির ঘটনায় কোনও একজন বা একাধিক ব্যক্তি আহত হলে, অভিযুক্তের তিন বছর পর্যন্ত কারাদণ্ড হবে৷ অথবা ১ লক্ষ পর্যন্ত জরিমানা হতে পারে৷ প্রয়োজনে দুটোই হতে পারে৷ যদি আঘাত খুব গুরুতর হয়, তবে অভিযুক্তের যাবজ্জীবন অথবা ১০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে৷ সঙ্গে ন্যূনতম ২৫ হাজার টাকা থেকে সর্বোচ্চ তিন লক্ষ টাকা পর্যন্ত আর্থিক জরিমানা হতে পারে৷ এবং শেষে গণপিটুনিতে কারও মৃত্যু হলে বা মেরে ফেলার উদ্দেশেই পেটানো হলে, অভিযুক্তের আজীবন সশ্রম কারাদণ্ড হতে পারে৷ এছাড়া ন্যূনতম ১ লক্ষ টাকা থেকে সর্বোচ্চ ৫ লক্ষ টাকা জরিমানা হতে পারে৷

[ আরও পড়ুন: ‘মুখ্যমন্ত্রীর জন্যও বিজেপির দরজা খোলা’, বিধানসভায় এসে মমতাকে খোঁচা মুকুলের ]

এদিনের বক্তব্যে একযোগে বিজেপি ও বামেদের আক্রমণ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ ‘দুর্যোধন-দুঃশাসনের সরকার আমরা চাই না।’ নাম না করে মোদি ও অমিত শাহকে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। বামেদের কটাক্ষ করে বলেন, ‘‘যাঁরা ভাল কাজ করছে, তাঁরাই এখন অসাধু হয়ে গিয়েছে৷ পি চিদম্বরম, শরদ পওয়ারের মতো বিরোধী নেতাদের আর্থিক দুর্নীতির অভিযোগে ফাঁসানো হচ্ছে৷ কেবল বামেদের বিরুদ্ধেই এখনও পর্যন্ত কোনও ব্যবস্থা নেয়নি কেন্দ্রীয় সরকার৷’’ এখানেই শেষ নয়, সরাসরি সুজন চক্রবর্তীদের নিশানা করে, বামেদের বিজেপির দালাল বলে আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় বিজেপির বিরুদ্ধে গুজব ছড়ানোরও অভিযোগ করেন মুখ্যমন্ত্রী৷

The post দেশকে পথ দেখাল পশ্চিমবঙ্গ, বিধানসভায় পাশ গণপিটুনি প্রতিরোধ বিল appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার