সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিধায়ক বিশ্বজিৎ দাস ও সাংসদ অর্জুন সিংয়ের উপর হামলার প্রতিবাদে বিধানসভার অধিবেশনে বিক্ষোভ দেখাচ্ছিলেন তিনি৷ অভিযোগ এত লঙ্ঘিত হয়েছে আচরণবিধি৷ আর সেজন্য কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া বিধায়ক দুলাল বরকে সাসপেন্ড করলেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়৷ একদিনের জন্য বাগদার বিধায়ককে সাসপেন্ড করলেন অধ্যক্ষ৷ মার্শালের সাহায্যে অধিবেশন কক্ষ থেকে বের করে দেওয়া হল তাঁকে। এর প্রতিবাদে সোমবার বিধানসভার বাইরের সিঁড়িতে অবস্থান বিক্ষোভে বসেন বিজেপির তিন বিধায়ক দুলার বর, জুয়েল মুর্মু ও নীরজ জিম্বা৷
[ আরও পড়ুন: বউবাজারে ফের ধস, পরিস্থিতি সামাল দিতে আসছেন দিল্লির বিশেষজ্ঞরা ]
জানা গিয়েছে, সোমবার বিধানসভার অধিবেশনের শুরুতেই বিধায়ক বিশ্বজিৎ দাস ও সাংসদ অর্জুন সিংয়ের উপর হামলার প্রতিবাদ করেন বিধায়ক দুলাল বর৷ খাতায় কলমে কংগ্রেসের বিধায়ক হয়েও, এই দুই ঘটনার প্রতিবাদে হট্টগোল শুরু করেন তিনি৷ ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে থাকেন। অভিযোগ করেন, শাসকদলের আশ্রিত দুষ্কৃতীরা বিজেপি নেতৃত্বের উপর একের পর এক হামলা করছে৷ এ বিষয়ে মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগেরও দাবি করেন তিনি। তৃণমূল সুপ্রিমোর মদতেই বিরোধীদের উপর এই ধরনের হামলার ঘটনা ঘটছে বলেও দাবি করেন তিনি৷
[ আরও পড়ুন: গায়ে অ্যাসিড ঢেলে কুকুরকে খুন করল মদ্যপরা, মর্মান্তিক ঘটনা সিঁথিতে ]
সূত্রের খবর, বিধায়ক দুলাল বরকে বেশ কয়েকবার সতর্ক করেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়৷ তাঁকে শান্ত হওয়ার এবং অধিবেশন কক্ষে শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দেন তিনি৷ কিন্তু তাতেও কাজ না হওয়ায় অবশেষে মার্শালকে দিয়ে দুলাল বরকে অধিবেশন কক্ষ থেকে বের করে দেন অধ্যক্ষ৷ এই ঘটনার প্রতিবাদে অধিবেশন কক্ষ ত্যাগ করেন বাকি দুই বিজেপি বিধায়ক জুয়েল মুর্মু ও নীরজ জিম্বাও৷ বিধানসভার বাইরে বিক্ষোভ দেখাতে থাকেন তিন বিধায়ক।
The post অর্জুনের উপর হামলার প্রতিবাদে বিধানসভায় বিক্ষোভ, সাসপেন্ড বিধায়ক দুলাল বর appeared first on Sangbad Pratidin.