shono
Advertisement

অর্জুনের উপর হামলার প্রতিবাদে বিধানসভায় বিক্ষোভ, সাসপেন্ড বিধায়ক দুলাল বর

মার্শালের সাহায্যে বিধায়ককে অধিবেশন কক্ষের বাইরে বের করে দিলেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়৷ The post অর্জুনের উপর হামলার প্রতিবাদে বিধানসভায় বিক্ষোভ, সাসপেন্ড বিধায়ক দুলাল বর appeared first on Sangbad Pratidin.
Posted: 02:18 PM Sep 02, 2019Updated: 02:18 PM Sep 02, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিধায়ক বিশ্বজিৎ দাস ও সাংসদ অর্জুন সিংয়ের উপর হামলার প্রতিবাদে বিধানসভার অধিবেশনে বিক্ষোভ দেখাচ্ছিলেন তিনি৷ অভিযোগ এত লঙ্ঘিত হয়েছে আচরণবিধি৷ আর সেজন্য কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া বিধায়ক দুলাল বরকে সাসপেন্ড করলেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়৷ একদিনের জন্য বাগদার বিধায়ককে সাসপেন্ড করলেন অধ্যক্ষ৷ মার্শালের সাহায্যে অধিবেশন কক্ষ থেকে বের করে দেওয়া হল তাঁকে। এর প্রতিবাদে সোমবার বিধানসভার বাইরের সিঁড়িতে অবস্থান বিক্ষোভে বসেন বিজেপির তিন বিধায়ক দুলার বর, জুয়েল মুর্মু ও নীরজ জিম্বা৷

Advertisement

[ আরও পড়ুন: বউবাজারে ফের ধস, পরিস্থিতি সামাল দিতে আসছেন দিল্লির বিশেষজ্ঞরা ]

জানা গিয়েছে, সোমবার বিধানসভার অধিবেশনের শুরুতেই বিধায়ক বিশ্বজিৎ দাস ও সাংসদ অর্জুন সিংয়ের উপর হামলার প্রতিবাদ করেন বিধায়ক দুলাল বর৷ খাতায় কলমে কংগ্রেসের বিধায়ক হয়েও, এই দুই ঘটনার প্রতিবাদে হট্টগোল শুরু করেন তিনি৷ ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে থাকেন। অভিযোগ করেন, শাসকদলের আশ্রিত দুষ্কৃতীরা বিজেপি নেতৃত্বের উপর একের পর এক হামলা করছে৷ এ বিষয়ে মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগেরও দাবি করেন তিনি। তৃণমূল সুপ্রিমোর মদতেই বিরোধীদের উপর এই ধরনের হামলার ঘটনা ঘটছে বলেও দাবি করেন তিনি৷

[ আরও পড়ুন: গায়ে অ্যাসিড ঢেলে কুকুরকে খুন করল মদ্যপরা, মর্মান্তিক ঘটনা সিঁথিতে ]

সূত্রের খবর, বিধায়ক দুলাল বরকে বেশ কয়েকবার সতর্ক করেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়৷ তাঁকে শান্ত হওয়ার এবং অধিবেশন কক্ষে শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দেন তিনি৷ কিন্তু তাতেও কাজ না হওয়ায় অবশেষে মার্শালকে দিয়ে দুলাল বরকে অধিবেশন কক্ষ থেকে বের করে দেন অধ্যক্ষ৷ এই ঘটনার প্রতিবাদে অধিবেশন কক্ষ ত্যাগ করেন বাকি দুই বিজেপি বিধায়ক জুয়েল মুর্মু ও নীরজ জিম্বাও৷ বিধানসভার বাইরে বিক্ষোভ দেখাতে থাকেন তিন বিধায়ক।

The post অর্জুনের উপর হামলার প্রতিবাদে বিধানসভায় বিক্ষোভ, সাসপেন্ড বিধায়ক দুলাল বর appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার